Live Entertainment & Love Lifestyle

EntertainmentMusic

বিশ্ব রায়ের কথা ও সুরে গান গাইলেন ইমন-ঊষা-রূপঙ্কর

চলতি বছরের প্রথমেই মুক্তি পেয়েছিল বিশিষ্ট পরিচালক রাজা চন্দের পরিচালনায় জনপ্রিয় রকস্টার রূপম ইসলামের গাওয়া ‘পুরনো গিটার’-এর মিউজিক ভিডিও। যথেষ্ট জনপ্রিয়ও হয়েছিল সেটি। এবার সেই গানের সুরকার-গীতিকার বিশ্ব রায়ের লেখা ও সুর দেওয়া দুর্দান্ত দুটি গানের মিউজিক ভিডিও আনল অন্নপূর্ণা স্বাদিষ্ঠ (Annapurna Swadisht)।

‘রূপসী বাংলা তুমি’ ও ‘মন আমার’ শীর্ষক গানদুটি মুক্তি পেয়েছে গত ৫ই ডিসেম্বর। এদের মধ্যে ‘রূপসী বাংলা তুমি’ গানটি শোনা যাচ্ছে জনপ্রিয় দুই শিল্পী ঊষা উত্থুপ এবং রূপঙ্কর বাগচীর কণ্ঠে। বাংলার নৈসর্গিক সৌন্দর্য্য, প্রাকৃতিক বৈচিত্র্য অতুলনীয়। পাহাড়-জঙ্গল-সমুদ্রই হোক, কি বাঁকুড়া-পুরুলিয়ার রুক্ষ লালমাটি, বাংলার এই অপরূপ রূপের প্রেমে পড়েছিলেন জীবনানন্দ দাশ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মত ব্যক্তিত্বরা।

অবশ্য শুধু প্রাকৃতিক সৌন্দর্য্যই নয়, সাংস্কৃতিক ঐতিহ্যের সমৃদ্ধিও কম নয় এ রাজ্যে। UNESCO-ও দুর্গাপূজাকে ‘মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য’র সম্মান দিয়েছে ২০২১ সালে। তাছাড়া সোনার বাংলার সোনার সন্তানরা এনেছিলেন নবজাগরণের জোয়ার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, আচার্য্য জগদীশচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের মত ছাড়াও বিশ্ববন্দিত বঙ্গসন্তানদের ছবি ছাড়াও, এ গানের মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে ছৌ নাচের মত অনন্য সংস্কৃতির ছবিও।

ঊষা উত্থুপ, রূপঙ্কর বাগচীর গাওয়া এই গানের সঙ্গীতায়োজনের দায়িত্বে ছিলেন টুবাই রায়। গানটি রেকর্ড ও মাস্টার করেছেন গৌতম বসু। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন অরিন্দম দে।

অপর গান ‘মন আমার’ আসলে একটি লোকসঙ্গীত। জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীর কণ্ঠে শোনা যাবে বিশ্ব রায়ের লেখা ও সুর দেওয়া এই গান। গানের ভিডিওতে ফুটে উঠেছে এক মিষ্টি প্রেমকাহিনী। গ্রামে মাঝেমধ্যে আসে এক সুদর্শন পুরুষ। সেই গ্রামেরই এক সুন্দরী, প্রাণোচ্ছল যুবতী তার প্রতি আকৃষ্ট। তার কিছুদিন পরেই, কয়েকজন দুর্বৃত্তের দুষ্কর্মের ফল হিসেবে সামনে আসে যুবকের আসল পরিচয়। জানা যায়, তার সেই স্বপ্নের রাজপুত্র আসলে স্থানীয় থানার নতুন অফিসার-ইন-চার্জ।

মিষ্টি এই গল্পের শেষে তাদের প্রেমের সম্পর্ক হয় আরো গভীর। বিশ্ব রায়ের কথায় ও সুরে, ইমন চক্রবর্তীর গাওয়া এই গানে মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন পূজা গাঙ্গুলী এবং ঋদ্ধিবান বন্দ্যোপাধ্যায়। সমগ্র মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন বাপন। ‘রূপসী বাংলা তুমি’র মত এই গানেরও সঙ্গীতায়োজনের দায়িত্বে ছিলেন টুবাই রায়। গানটি রেকর্ড ও মাস্টার করেছেন গৌতম বসু।

বিশ্ব রায়ের লেখা ও সুরারোপ করা নতুন এই গানদুটি শোনা যাবে ‘অন্নপূর্ণা স্বাদিষ্ঠ’-এর নিজস্ব ইউটিউব চ্যানেলে।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।