প্রেম দিবসের প্রাক্কালে দুর্নিবার সাহার নতুন প্রেমের গান ‘বিকেলবেলা’, অভিনয়ে রাজেশ্বর-পর্ণা
সামনেই ভ্যালেন্টাইন ডে। প্রেম দিবস। প্রেম দিবসের প্রাক্কালে প্রেম নিবেদন করলেন গায়ক দুর্নিবার সাহা। কী কান্ড! কিন্তু কাকে?
হ্যাঁ, দুর্নিবার বিকেলবেলায় প্রেম নিবেদন করেছেন ঠিকই, তবে কোনও ব্যক্তিকে নয়। “বিকেলবেলা” দুর্নিবারের ভ্যালেন্টাইন ডে স্পেশ্যাল মিউজিক ভিডিও। প্রেম দিবস উপলক্ষে দুর্নিবারের নতুন প্রেমের গান ‘বিকেলবেলা’।
এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন রাজেশ্বর এবং পর্ণা। রাজেশ্বর পরিচিত মুখ। “গল্পের মায়াজাল” এবং বেশ কিছু ছবিতে রাজেশ্বর অভিনয় করেছেন। রাজেশ্বরের কথায়, “প্রেম বলতেই তো আমরা গোলাপ ফুল, কার্ডস এসব বুঝি, কিন্তু প্রেম মানে কিন্তু বিরহও বটে। সব প্রেমেই বিরহ লুকিয়ে থাকে। আমাদের নতুন প্রেমের গান ‘বিকেলবেলা’ সেই বিরহকে ফুটিয়ে তোলে।”
ইতিমধ্যেই ‘বিকেলবেলা’-র ট্রেলার বেরিয়েছে। কথা এবং সুর নীল সরকারের। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শান্তনু মিত্র। ‘বিকেলবেলা’ মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি। সোশ্যাল মিডিয়ায় প্রেমের দিবসের প্রাক্কালে বিরহের সুর!