Live Entertainment & Love Lifestyle

EntertainmentTollywood

মেয়ের বিয়ে আটকাতে জোট বাঁধলেন রজতাভ-গার্গী!

রহস্য, রোমাঞ্চ আর ভৌতিক গল্পের বাড়বাড়ন্তে দমবন্ধ লাগছে? তাহলে এই ছবি একেবারেই আপনার জন্য। কথা হচ্ছে সপ্তাশ্ব বসু পরিচালিত ছবি ‘বলরাম কাণ্ড’ নিয়ে। সম্প্রতি, জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে হল সেই ছবির মিউজিক লঞ্চ।

মিউজিক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। ছবির গল্প অনুযায়ী, বারোবছর আগেই বিচ্ছেদ হয়েছে তরঙ্গিনী আর কিশোরের। অবন্তিকা নামে এক মেয়েও রয়েছে তাদের। তবে বাবা-মা’র সঙ্গে তার সম্পর্ক নামমাত্র।

বাবা-মা’কে না জানিয়েই নৈনিতালে গিয়ে বিয়ের সিদ্ধান্ত নেয় সে। আর বারো বছর পরে, সেই সিদ্ধান্তই একজোট করে তার বাবা-মা’কে। কেবল বাবা-মা-মেয়ের সম্পর্ক নয়, এই গল্পে রয়েছে হাসি-মজার দৃশ্যও। কী ঘটবে নৈনিতালে পৌঁছনোর পর? সে-গল্প বলবে ‘বলরাম-কাণ্ড’।

ছবির মূল কাহিনি লিখেছেন অপালা চৌধুরী। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অর্ণব ভৌমিক। ‘A Golden Crescent Films Production’, ‘Sai Vignesh Films’ এবং ‘Platinum Pictures’ প্রযোজিত এই ছবিতে মুখ্য তিন চরিত্রে অভিনয় করছেন গার্গী রায়চৌধুরী, রজতাভ দত্ত এবং ঐশ্বর্য সেন। এছাড়াও, অপ্রতিম চট্টোপাধ্যায়, আর্য দাশগুপ্ত, প্রসূন সাহা, সন্দীপ রায়চৌধুরী প্রমুখকে দেখা যাবে এই ছবিতে।

নতুন এই ছবির পোস্ট প্রোডাকশনের সঙ্গে যুক্ত রয়েছে ‘এসকে মুভিজ’ও। ছবিটি মুক্তি পেতে চলেছে চলতি বছর হোলিতে।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।