অ্যাকশন-থ্রিলার নয়, বক্স অফিস কাঁপাচ্ছে এই কমেডি ছবি
রহস্য, অলৌকিকতা আর অ্যাকশন – এই তিনটে বিষয়ই যেন মাতিয়ে রেখেছে বক্সঅফিসকে। অথচ সে-সবের মাঝখান দিয়েই দিব্যি একখানা ছক্কা হাঁকাল ‘মেরে হাজবেন্ড কি বিবি’। দর্শকদের পছন্দ হয়েছে তো বটেই, তার সঙ্গে বক্সঅফিসেও সাড়া ফেলেছে হাসির এই ছবি।
গত ২১শে ফেব্রুয়ারি, বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘মেরে হাজবেন্ড কি বিবি’। আর প্রথমদিনেই যথেষ্ট আয় করেছে এই ছবি। ন্যাশনাল বক্স অফিসে এই ছবির আয়ের অঙ্ক ১.৭ কোটি টাকা। নির্মাতাদের আশা, এরপর এই সংখ্যা আরো বাড়বে।
কারণ দর্শকমহলে ইতিমধ্যেই যথেষ্ট সাড়া ফেলেছে ‘মেরে হাজবেন্ড কি বিবি’। সমালোচকদের কাছেও কুড়িয়েছে প্রশংসা। পারিবারিক বিনোদনের একেবারে উপযুক্ত এই ছবি।
রক্তঝরা খুনখারাপির দৃশ্য বা গা ছমছমে ভূতুড়ে পরিবেশের বদলে এ ছবিতে আছে বিশুদ্ধ রসবোধ। হাসি-মজার সঙ্গে রয়েছে প্রেমের ছোঁয়াও। আর সেজন্যই হয়ত, থ্রিলার ছেড়ে দর্শকের ঝুঁকেছেন এই কমেডি ছবির দিকে।
মুদাসসার আজিজ পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অর্জুন কাপুর। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ভূমি পেডনেকার, রাকুল প্রীত সিং, শক্তি কাপুর, হর্ষ গুজরাল এবং ডিনো মোরিয়া। ‘বাসু ভাগনানি’ ও ‘পূজা ফিল্মস’ নিবেদিত, বাসু ভাগনানি, জ্যাকি ভাগনানি এবং দীপশিখা দেশমুখ দ্বারা প্রযোজিত এই ছবি এখন দেখা যাচ্ছে প্রেক্ষাগৃহে।