Live Entertainment & Love Lifestyle

Monday, April 28, 2025
Entertainment

সাইকোথ্রিলারের হাত ধরে বড়পর্দায় ডেবিউ শুভঙ্কির, বিপরীতে আরিয়ান!

সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে থ্রিলার ছবির চাহিদা। বাড়ছে থ্রিলারধর্মী চলচ্চিত্রের সংখ্যাও। এবার সেই তালিকায় যোগ দিচ্ছে আরেক নাম। নারীকেন্দ্রিক, মনস্তাত্ত্বিক এই থ্রিলার ছবির নাম ‘স্লেয়ার’।

থ্রিলার ছবি তৈরি হয় প্রচুর, তৈরি হয়েছে বেশ কিছু নারীকেন্দ্রিক ছবিও। কিন্তু এই দুটো মশলা মিশলে কেমন হয় সে রান্না? উত্তর দেবে নতুন ছবি ‘স্লেয়ার’। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন দ্বৈপ্যন এম। এক ডাক্তারের জীবনে বিপদ ঘনায় আচমকাই। ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয় সে। কী হয় তারপর, সে-গল্পই বলবে এই ছবি।

ছবির মুখ্য দুই চরিত্রে অভিনয় করছেন শুভঙ্কি ধর ও আরিয়ান ভৌমিক। একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শুভঙ্কি। টলিপাড়ায় তাঁর প্রবেশ অবশ্য এই ছবির হাত ধরেই। অন্যদিকে, টলিউডের পাশাপাশি বলিউডের ছবিতেও কাজ করেছেন আরিয়ান। নতুন এই ছবিতে তাঁদের জুটির রসায়ন দেখতে উৎসুক সকলেই। ছবিতে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুপ্রিয় দত্ত, সুশান্ত দে, সৌরভ ভট্টাচার্য প্রমুখকে।

পরিচালক দ্বৈপ্যন এম জানান, ‘এই ছবিতে শুভঙ্কি ও আরিয়ানকে নতুন জুটি হিসাবে দর্শক উপহার পাবে। ছবিতে বেশ কয়েকটি গান রয়েছে। এই ছবিতে পুরোপুরি থ্রিলার মোড়কে গল্প দেখানো হবে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে এই ছবি।’

অভিনেত্রী শুভঙ্কি জানান, ‘এই ছবিতে পুরোপুরি ভিন্ন লুকে দর্শক আমাকে দেখতে পাবে। থ্রিলার, মার্ডার, রহস্য – এই সবকিছু নিয়ে স্লেয়ার। আরিয়ান ভৌমিকের সাথে কাজ করার অভিজ্ঞতা দারুণ। আশা করছি প্রজেক্টটা সবার খুব ভালো লাগবে।’

নির্মাতাদের তরফে জানা গিয়েছে, অমিত সিনহা প্রযোজিত এই ছবি ‘অ্যাম্পল ড্রিমস ডেভেলপারস’-এর ব্যানারে মুক্তি পাবে চলতি বছরেই।

প্রতিবেদনটি সবাইকে শেয়ার করুন ….

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।