Siddharth-Kiara: জীবনের সেরা উপহার পেতে চলেছেন তারকা দম্পতি!
দু’জোড়া হাত, আর তার ওপর একজোড়া ছোট্ট সাদা মোজা। এমন ছবিই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন অভিনেত্রী কিয়ারা আদবানি। অভিনব কায়দায় ভাগ করে নিয়েছেন সুখবর।
এর আগে, পোলকা ডট পোশাক পরে নিজের গর্ভাবস্থার ইঙ্গিত দিয়েছেন বহু তারকা। ২০২৪ সালের বড়দিনের উৎসবে কিয়ারাকেও দেখা গিয়েছিল সেই পোশাকে। জল্পনার শুরু সেইসময় থেকেই। তবে এতদিন এব্যাপারে নিজেদের মুখ বন্ধ রেখেছিলেন তারকা দম্পতি।
এতদিন পরে, সেই জল্পনায় এবার সিলমোহর দিলেন কিয়ারা এবং সিদ্ধার্থ। নতুন বছরে তাঁরা জানালেন, সত্যিই মা-বাবা হতে চলেছেন সিদ্ধার্থ এবং কিয়ারা। শুক্রবার দুপুরে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘আমাদের জীবনের সেরা উপহার… শীঘ্রই আসছে।’
আর এই পোস্টের পরেই শুরু হয় চর্চা। বোঝাই যাচ্ছে, তাঁদের জীবনে আসতে চলেছে এক নতুন খুদে সদস্য। বিয়ের দু’বছরের মাথাতেই এই খবর পেয়ে স্বাভাবিকভাবেই বেশ খুশি হয়েছেন ভক্তেরা।
২০১০ সালে ‘মাই নেম ইজ খান’ ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পদে কাজ করেছিলেন সিদ্ধার্থ। অভিনেতা হিসেবে বলিপাড়ায় পা রাখেন ২০১২ সালে। করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির হাত ধরে। তারপর অবশ্য আর পিছন ফিরে তাকাতে হয়নি। ‘হাসি তো ফাসি’, ‘এক ভিলেন’, ‘কাপুর অ্যান্ড সন্স’-এর মতো বিভিন্ন জঁরের ছবিতে কাজ করেছেন তিনি। অভিনয়দক্ষতার জোরে, একের পর এক ছবিতে কাজ করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা।
২০১৪ সালে ‘ফাগলি’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করলেও, কিয়ারা প্রথম খ্যাতির শীর্ষে ওঠেন ২০১৬ সালে। ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র হাত ধরে। এছাড়াও, ‘লাস্ট স্টোরিজ’, ‘কবীর সিং’, ‘লক্ষ্মী’-র মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন কিয়ারা আদবাণী।
‘শেরশাহ’ ছবিতে জুটি বেঁধেছিলেন তাঁরা। বক্সঅফিসে ছবি হিট হোক বা না হোক, সম্পর্ক যে হিট হয়েছিল, তা বেশ পরিষ্কার। সিদ্ধার্থ এবং কিয়ারার আলাপ গড়িয়েছিল প্রেমে। এরপর, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে, রাজস্থানের জয়সলমীরে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানি। একটি রিয়্যালিটি শো-তে এসে মজার ছলে কিয়ারা জানিয়েছিলেন, একটু তাড়াতাড়িই মা হতে চান তিনি। আর সেই স্বপ্নই সফল হতে চলেছে এবার। বলিপাড়ার এই তারকা দম্পতির দেওয়া সুখবরে খুশি তাঁদের ভক্তেরা। কমেন্টবক্স উপচে পড়ছে শুভেচ্ছাবার্তায়।