Aamar Boss Trailer: মা-ছেলের গল্পে কি ‘বনাম’-এর হাইফেন!
কাঠফাটা বৈশাখী মরশুমে এ যেন ডাবের জল, তৃষ্ণার শান্তি। আর কয়েকদিন পরেই মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘আমার বস’। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির গান এবং টিজার। গতকাল, ২৫শে এপ্রিল মুক্তি পেল ছবির ট্রেলারও।
মিনিটতিনেকের এই ট্রেলার দেখে মনে প্রশ্ন জাগতেই পারে, এ গল্প মা-ছেলের, নাকি মা বনাম ছেলের! এর আগে, টিজারের ঝলকেও বেশ স্পষ্ট ছিল অনিমেষ গোস্বামীর চরিত্রের পরস্পরবিরোধী দু’টো দিক। একদিকে সে মায়ের আদর্শ ছেলে। ব্যস্ততার মধ্যেও সে খেয়াল রাখে মায়ের, যত্ন নেয়। অন্যদিকে, অফিসে পা রাখলেই তার মধ্যে ঘটে এক আমূল পরিবর্তন। গাম্ভীর্য্য আর কর্মনিষ্ঠার মোড়কে আদতে সে এক ‘টক্সিক’ বস। কারণে-অকারণে কর্মচারীদের ওপর চিৎকার-চেঁচামেচি করা যাঁর নিত্যদিনের অভ্যাস।
হঠাৎই একদিন তাঁর মা, শুভ্রাদেবীর ইচ্ছে হয় ছেলের অফিসে যেতে। আর তারপরেই বদলে যেতে থাকে সব নিয়ম। বয়স্ক বাবা-মায়েদের জন্য একটি ‘ডে-কেয়ার’ খোলার প্রস্তাব রাখেন তিনি। কর্মচারীদের হয়ে বলে-বলে গোল দিতে থাকেন ছেলেকে। কী হয় তারপর! মা-ছেলের মিষ্টি গল্পে কি সত্যিই বাঁধতে পারে ইগোর সংঘাত! উত্তর পাওয়া যাবে আগামী ৯ই মে।
ছবির দুই মুখ্য চরিত্রে, অর্থাৎ অনিমেষ এবং তার মা শুভ্রাদেবীর চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং রাখী গুলজার। এই ছবির হাত ধরে, বাইশ বছর পর আবার বাঙালির বড়পর্দায় ফিরছেন রাখী গুলজার। এ-ছবি সম্পর্কে তিনি বলেন, ‘কিছু কিছু ছবি শুধু বিনোদনের জন্য তৈরি হয় না। অনেক বড়ো একটা প্রভাব থাকে তাদের। সেই স্বল্প কয়েকটা মর্মস্পর্শী ছবির মধ্যেই একটা হল ‘আমার বস’।’
রাখী গুলজার এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় ছাড়াও, এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, গৌরব চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, শ্রুতি দাস, আভেরী সিংহ রায়, ঐশ্বর্য্য সেন, উমা বন্দ্যোপাধ্যায়কে। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায়। সৃজনশীল প্রযোজনার দায়িত্ব রয়েছে জিনিয়া সেনের উপরে।
ছবির অন্যতম পরিচালক নন্দিতা রায় জানান, ‘রাখীদি ভীষণরকম পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন। মনপ্রাণ ঢেলে চরিত্রে একেবারে ঢুকে গিয়েছিলেন। শুভ্রা গোস্বামী চরিত্রটাকে তিনি যেভাবে প্রাণ দিয়েছেন, তা দেখার মতো। সববয়সের, সবধরনের দর্শকের দেখার মতো ছবি ‘আমার বস’। বয়স-কাজ-যত্ন, এসব নিয়ে আমাদের যা ধ্যানধারণা, তাকে চ্যালেঞ্জ জানাবে। বলবে সম্পর্কের জটিলতার গল্প। আমরা খুব ভালোবেসে, যত্ন নিয়ে ছবিটা বানিয়েছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
‘আমার বস’-এর আরেক পরিচালক তথা মুখ্য অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, ‘‘আমার বস’ শুধু একটা ছবি নয়। ব্যক্তিগত জীবন আর কর্মজীবনের মধ্যে আমরা যে ভারসাম্য রাখার চেষ্টা করি সবসময়, সে নিয়েই কিছু কথা। আর রাখীদির সঙ্গে কাজ করা সত্যিই অত্যন্ত সম্মানের। সেটে তাঁর উপস্থিতি, তাঁর এনার্জি, শুভ্রা গোস্বামীর চরিত্রে তিনি যে গভীরতা এনেছেন, তাতে প্রত্যেকটা দৃশ্য যেন ‘ম্যাজিকাল’ হয়ে গিয়েছে।’
কর্পোরেটের জাঁতাকলে যখন হারিয়ে যেতে বসেছে মনুষ্যত্ব, কাজের চাপে যখন মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ঠেকছে তলানিতে, সেইসময় দাঁড়িয়ে হয়ত একটা মাইলফলক হতে চলেছে ‘আমার বস’।