Live Entertainment & Love Lifestyle

EntertainmentMusic

ভালোবাসার মরশুমে বাবুল আর জয় বাঁধলেন ভালোবাসার গান

শহর জুড়ে আক্ষরিক অর্থেই এখন ভালোবাসার মরশুম। আর সেই সময়েই একখানা ভালোবাসার গান বাঁধলেন দুই স্বনামধন্য সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয় এবং জয় সরকার।

বিভিন্ন ঘরানার গানেই সমানভাবে স্বচ্ছন্দ বাবুল। জয় সরকারও বেঁধেছেন নানাস্বাদের গান। দুই শিল্পীরই অভিজ্ঞতা আকাশছোঁয়া। আর এবারে তাঁরা কাজ করছেন জোট বেঁধে। বাবুল সুপ্রিয় এবং জয় সরকারের সঙ্গীত পরিচালনায় সম্প্রতি মুক্তি পেয়েছে নতুন গান ‘শুধু তোমারই জন্য’।

সওয়া চারমিনিটের এই গান মুক্তি পেয়েছে চলতি মাসের প্রথমদিকে। গানের কথা লিখেছেন সোমরাজ দাস। প্রেমের আবেগে ভরা এই গানে প্রাণ দিয়েছেন বাবুল। ভালোবাসার সূক্ষ্মতম অনুভূতিও তিনি ফুটিয়ে তুলেছেন দক্ষতার সঙ্গে।

কেবল ভালোবাসার আবেগের কথা নয়, এই গানের ছত্রে ছত্রে রয়েছে বিভিন্ন পুরনো, ভালোবাসার, ভালো লাগার গানের কথা। বেলা বোস থেকে অনুরাধা, ঝিন্টি থেকে নীলাঞ্জনা, সকলেই উঁকি দিয়েছে এ-গানের ‘লিরিকে’। আর গানের ভিডিওতে দেখা মিলেছে ‘চন্দ্রবিন্দু’-খ্যাত জনপ্রিয় শিল্পী উপল সেনগুপ্তের।

ইতিমধ্যেই আড়াই লাখ মানুষ শুনেছে মিষ্টি, প্রাণবন্ত এই গান। এই ভালোবাসার গান মন ভরিয়েছে দর্শক-শ্রোতাদের। সারেগামা বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শোনা যাবে এই গান।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।