ভালোবাসার মরশুমে বাবুল আর জয় বাঁধলেন ভালোবাসার গান
শহর জুড়ে আক্ষরিক অর্থেই এখন ভালোবাসার মরশুম। আর সেই সময়েই একখানা ভালোবাসার গান বাঁধলেন দুই স্বনামধন্য সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয় এবং জয় সরকার।
বিভিন্ন ঘরানার গানেই সমানভাবে স্বচ্ছন্দ বাবুল। জয় সরকারও বেঁধেছেন নানাস্বাদের গান। দুই শিল্পীরই অভিজ্ঞতা আকাশছোঁয়া। আর এবারে তাঁরা কাজ করছেন জোট বেঁধে। বাবুল সুপ্রিয় এবং জয় সরকারের সঙ্গীত পরিচালনায় সম্প্রতি মুক্তি পেয়েছে নতুন গান ‘শুধু তোমারই জন্য’।
বাবুল সুপ্রিয় কিংবা জয় সরকার – কারোর সঙ্গেই নতুন করে আলাপ করাতে হয় না কোনো বাঙালিকে। এই দুই সুদক্ষ সঙ্গীতশিল্পী বরাবর মন কেড়েছেন শ্রোতাদের। বিভিন্ন জঁরের গান বেঁধেছেন সঙ্গীত পরিচালক এবং সুরকার জয় সরকার। কিছুদিন আগেই, এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গীতকে কেন্দ্র করে তৈরি একটি ওয়েবসিরিজের গানগুলির পরিচালনা করেছিলেন তিনি। নব্য শিল্পিদের দিয়ে গাইয়েছিলেন কঠিন থেকে কঠিনতর গান। অথচ সুদক্ষ পরিচালনার ফলস্বরূপ সেইসব গান অনায়াসে ঢুকে গিয়েছে বাঙালির ড্রয়িংরুমে।
অন্যদিকে, বাবুল সুপ্রিয়ের গান ভালোবাসেন আপামর বাঙালি। রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে আধুনিক পর্যন্ত সবধরনের গানেই সমান স্বচ্ছন্দ তিনি। ছোটবেলার নস্টালজিয়া হোক, কিংবা বড়োবেলার প্রেম, তরুণ প্রজন্মের সব কিছুতেই জড়িয়ে রয়েছে তাঁর গান। ‘সিনেমা’ থেকে মিউজিক অ্যালবাম, এক বিশাল পরিসর জুড়ে রয়েছেন বাবুল সুপ্রিয়। এবার মিউজিক ভিডিওতেও শোনা যাবে তাঁর কণ্ঠ। অবশ্য কেবল সঙ্গীতেই যে তিনি দক্ষ, তা কিন্তু একেবারেই নয়। তাঁর অভিনয়ের দক্ষতা নিয়েও সন্দেহ নেই কারোর মনে। তবে আজ অবশ্য সেসব কথা বলার নয়, কারণ ‘এ শুধু গানের দিন’। তাই বাবুল-জয়ের এই গান নিয়েই কথা হোক আজ।
সওয়া চারমিনিটের এই গান মুক্তি পেয়েছে চলতি মাসের প্রথমদিকে। গানের কথা লিখেছেন সোমরাজ দাস। প্রেমের আবেগে ভরা এই গানে প্রাণ দিয়েছেন বাবুল। ভালোবাসার সূক্ষ্মতম অনুভূতিও তিনি ফুটিয়ে তুলেছেন দক্ষতার সঙ্গে।
কেবল ভালোবাসার আবেগের কথা নয়, এই গানের ছত্রে ছত্রে রয়েছে বিভিন্ন পুরনো, ভালোবাসার, ভালো লাগার গানের কথা। বেলা বোস থেকে অনুরাধা, ঝিন্টি থেকে নীলাঞ্জনা, সকলেই উঁকি দিয়েছে এ-গানের ‘লিরিকে’। আর গানের ভিডিওতে দেখা মিলেছে ‘চন্দ্রবিন্দু’-খ্যাত জনপ্রিয় শিল্পী উপল সেনগুপ্তের।
ইতিমধ্যেই আড়াই লাখ মানুষ শুনেছে মিষ্টি, প্রাণবন্ত এই গান। এই ভালোবাসার গান মন ভরিয়েছে দর্শক-শ্রোতাদের। সারেগামা বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শোনা যাবে এই গান।