Live Entertainment & Love Lifestyle

Saturday, April 19, 2025
Tollywood

থ্রিলার না মাইথোলজি? প্রকাশ্যে নতুন ছবি ‘বানসারা’র লুক!

পুজোর ছবি নিয়ে বাঙালি দর্শকদের মধ্যে উত্তেজনা থাকে বরাবর। এবারের পুজোয় সম্পূর্ণ ভিন্নধারার এক কাহিনি নিয়ে আসছে নতুন মাইথোলজিক্যাল থ্রিলার ছবি ‘বানসারা’। সম্প্রতি প্রকাশ্যে এল সেই ছবির চরিত্রদের ‘লুক’।

পুরুলিয়ার এক জঙ্গলে ঘেরা গ্রামের নাম বানসারা। অত্যন্ত জাগ্রত সেই গ্রামের বনদেবী। অপরাধীদের নিজের হাতে শাস্তি দেন তিনি। আর নিজের ইচ্ছে-আদেশ গ্রামবাসীদের কাছে পৌঁছে দেন ‘বড়োমা’ গৌরিকাদেবীর মারফত। গ্রামের জমিদারবাড়ির মেয়ে এই বড়োমা। কিন্তু সত্যিই কি গ্রামের ভালো চান তিনি? নাকি তাঁর মুখোশের পিছনে লুকিয়ে আছে অন্য কোনো মুখ! হঠাৎ এই গ্রামে পা পড়ে পুলিশ অফিসার অজিতেশের। মাফিয়া আর পুলিশের দ্বন্দ্বের মাঝে কোনদিকে মোড় নেবে মাইথোলজি-ভিত্তিক এই কাহিনি? সে-উত্তর দেবে আতিউল ইসলাম পরিচালিত ছবি ‘বানসারা’।

সাধারণত শান্ত, মিষ্টি, প্রাণখোলা চরিত্রেই দেখা যায় অপরাজিতা আঢ্যকে। কিন্তু এবারে তিনি একেবারে অন্যরূপে। গৌরিকাদেবীর চরিত্রে অভিনয় করছেন তিনি। অন্যদিকে অভিনেতা বনি সেনগুপ্তকে দেখা যাবে একজন দক্ষ পুলিশ অফিসারের চরিত্রে। ছবির আরেক মুখ্য চরিত্র, গ্রামের এক প্রধানা শিক্ষিকার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী মুন সরকারকে। ছবির প্রত্যেক চরিত্রের লুকেই রয়েছে চমক।

পরিচালক জানান, ‘পুজোতে এই ছবি মুক্তি পাবে। প্রতিদিন প্রায় ছ’শো-সাতশো টেকনিশিয়ান নিয়ে  শ্যুটিং হচ্ছে। ছবিতে তিনটে গান আছে। অপরাজিতা আঢ্য আর বনি সেনগুপ্তকে এর আগে এইভাবে দর্শক দেখেনি, এইটুকু বলতে পারি। এটা পুজোর বড়ো ছবি হতে পারে।’

পুরুলিয়ার বহু জায়গায় সেট তৈরি করে চলছে ছবির শ্যুটিং। পিএম মুভিজের ব্যানারে, সরফরাজ মল্লিক প্রযোজিত এই ছবি বড়পর্দায় মুক্তি পাবে ২০২৫ সালের পুজোয়।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।