বইপোকা হোক আর না হোক, ফেলুদা বোধহয় প্রত্যেক বাঙালির আবেগ। শৈশব-কৈশোর থেকে যে মুগ্ধতার শুরু, বয়সকালেও তা যেন হ্রাস পায় না একবিন্দুও। ‘হইচই’ (Hoichoi) ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরে ফেলুদা ফের ফিরছে বাঙালির অন্দরমহলে। কবে মুক্তি পেতে চলেছে ‘ফেলুদার গোয়েন্দাগিরি’র দ্বিতীয় সিজন?
সৃজিত মুখার্জীর পরিচালনায় ফেলুদার এই নতুন সিরিজ আসছে চলতি মাসে, বড়দিনের আগেই। গতবার দার্জিলিং ট্যুরের পর, এবার দর্শক ফেলুদার সঙ্গে পাড়ি দেবেন কাশ্মীরে। গুলমার্গ, খিলানমার্গ এবং পহেলগাঁওতে শ্যুটিং হয়েছে এই সিরিজের। বরফে ঢাকা নৈসর্গিক সৌন্দর্য্যের মাঝেই ভূস্বর্গে ঘটে যায় হত্যাকাণ্ড। জাল বোনে রহস্য। এক অবসরপ্রাপ্ত বিচারকের রহস্যে মোড়া অতীতজীবন এর সঙ্গে জড়িয়ে থাকে অঙ্গাঙ্গীভাবে।
প্রথম সিজনের মতই এবারেও ফেলুদা, তোপসে ও জটায়ুর চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে টোটা রায়চৌধুরী, কল্পন মিত্র এবং অনির্বাণ চক্রবর্তী। অবসরপ্রাপ্ত বিচারক সিদ্ধার্থ মল্লিকের চরিত্রটি ফুটিয়ে তুলবেন রজতাভ দত্ত।
তাঁর সেক্রেটারী সুশান্তর ভূমিকায় ঋদ্ধি সেনকে এবং ছেলে বিজয় মল্লিকের ভূমিকায় শাওন চক্রবর্তীকে দেখা যেতে চলেছে। সত্যজিৎ রায়ের ফেলুদাকাহিনী ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ অবলম্বনে, বলিষ্ঠ অভিনেতাদের নিয়ে তৈরী এই ওয়েবসিরিজ আসতে চলেছে বড়দিনের ছুটির মরশুমে।
পরিচালক সৃজিত মুখার্জী বলেন, ‘এই সিরিজের প্রত্যেক অভিনেতা তাঁদের চরিত্রকে প্রাণ দেওয়ার চেষ্টা করেছেন আন্তরিকভাবে। কাশ্মীরের এই অসাধারণ সৌন্দর্য্যের মাঝে তৈরী এই সিরিজটা আমার মত যারা ফেলুদাপ্রেমী, তাদের সকলের ভাল লাগবে বলেই আমার ধারণা।’
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।