খুনের রহস্যভেদ সোহম-মধুমিতার, সন্দেহভাজন পরীমণি!
‘ফেলুবক্সী’র অফিসিয়াল পোস্টার মুক্তি পেয়েছে চলতি মাসের প্রথমদিকেই। গতকাল আর আজ, বছরশেষে পরপর দু’দিন দর্শকদের জন্য সেই ছবি নিয়ে এল গান এবং টিজার। সোহম-মধুমিতার সঙ্গে এই ছবিতে অভিনয় করবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরীমণিও।
ছবির যে গানটি মুক্তি পেয়েছে, সেটি গেয়েছেন জনপ্রিয় গায়ক রাজ বর্মন এবং শালিনী মুখোপাধ্যায়। গানের নাম ‘যদি হই আমি তোমার’। অদিতি বসুর সঙ্গীত পরিচালনায় তৈরি এই গানের ভিডিও জুড়ে দেখা গিয়েছে সোহম ও মধুমিতাকে। তৈরি হয়েছে ছোট ছোট ভালবাসার মুহূর্ত। সঙ্গীত পরিচালনার পাশাপাশি গানের কথাও লিখেছেন অদিতি বসু নিজেই। অন্যদিকে আজই মুক্তি পেয়েছে ছবির টিজার। ছোট্ট এই টিজারে রয়েছে হত্যার জটিল রহস্য, রয়েছে তিন-তিনটে খুন, তিনজন সন্দেহভাজন।
দুই বাংলার দক্ষ অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে তৈরী হয়েছে এই ছবি। দেবরাজ সিনহা পরিচালিত এই ছবির মূল চরিত্র, অর্থাৎ গোয়েন্দা ফেলুবক্সী কিন্তু একেবারে ভিন্নধরনের এক চরিত্র। তার প্রযুক্তির জ্ঞান নেহাত মন্দ নয়। স্বভাবে সে রসিকও বটে, আবার ভোজনরসিকও বটে। খাওয়া আর গোয়েন্দাগিরি করাই তার নেশা এবং পেশা। জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তীকে এই ছবিতে দেখা যাবে নামভূমিকায়, অর্থাৎ ফেলু বক্সীর চরিত্রে। এছাড়াও, মধুমিতা সরকার, পরীমণি, শতফ ফিগার, সুমন্ত মুখোপাধ্যায়, দেবনাথ চট্টোপাধ্যায়, অনিন্দিতা সরকার, পূজা সরকার প্রমুখ তারকাদেরও দেখা মিলবে এই ছবিতে।
অনিমেষ মুখার্জীর পুত্রের অস্বাভাবিক মৃত্যুর পর, তিনি তদন্তের ভার দেন ফেলুবক্সীর হাতে। সহকারী দেবযানীকে (মধুমিতা) সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে ফেলুবক্সী। তিনটি হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পর তারা বুঝতে পারে, হত্যার নেপথ্যে পারিবারিক শত্রুতার কোনো হাত নেই, রয়েছে আরো বড়, গভীর কোনো ষড়যন্ত্র। সেইসঙ্গে অনিমেষের পুত্রবধূ লাবণ্যর (পরীমণি) চরিত্রের জটিল দিকগুলোও উন্মোচিত হয় ধীরে ধীরে। নজরে আসেন সন্দেহভাজন গ্লোবাল বিজনেস টাইকুন মেঘনাদ চট্টোপাধ্যায়ও। রহস্যের জাল কেটে ফেলু-দেবযানীর সঙ্গে সত্যের দিকে এগোবেন দর্শকও।
পরিচালক দেবরাজ সিনহা বলেন, ‘সাহস, বুদ্ধিমত্তা আর নির্ভীক চরিত্রের জন্য ফেলুবক্সী আমার কাছে সুপারহিরো। তাছাড়াও, চরিত্রটা যেমন রসিক, তেমন ভোজনরসিক।’ তিনি জানান, ফেলুবক্সীকে তিনি সবসময়ই একটা কাল্পনিক চরিত্র হিসেবে তৈরী করতে চেয়েছেন। এতদিনে সেটা হচ্ছে বলে সবাইকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
সন্দীপ সরকার, হিমানী ফিল্মস এবং মিডিয়ানেক্সট এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবির চিত্রনাট্য লিখেছেন ড. কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে আছেন ‘ভিঞ্চিদা’-খ্যাত সুদীপ্ত মজুমদার। সঙ্গীতের দায়িত্বে আছেন অদিতি বসু এবং অম্লান চক্রবর্তী। নতুন ধাঁচের এই থ্রিলার ছবি মুক্তি পেতে চলেছে ২০২৫ সালের ১৭ই জানুয়ারি।