Dev: রায়গঞ্জে হাউজফুল ‘খাদান’-এর রাত দুটোর প্রথম শো
মুক্তির আগেই ইতিহাস গড়ল ‘খাদান’। হাউজফুল হয়ে গেল সুপারস্টার দেবের নতুন ছবি ‘খাদান’-এর প্রথম শো। আর সেই শোয়ের সময়? রাত দুটো।
হ্যাঁ, বৃহস্পতিবার গভীর রাতেই মুক্তি পাবে ‘খাদান’। রায়গঞ্জের এই প্রেক্ষাগৃহে রাত দুটোয় রাখা হয়েছিল ছবির প্রথম শো। ডিসেম্বরের শীত, কিংবা পরেরদিনের কর্মদিবস, কোনোকিছুই দাঁত বসাতে পারেনি খাদান-জ্বরে। ছবির আগাম টিকিটের ব্যবস্থা কিন্তু হয়েছিল বেশ দেরিতেই। সেই নিয়ে একটি পোস্টও করেছিলেন দেব। ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে তিনি জানিয়েছিলেন, হল পেতে সমস্যা হচ্ছে ‘খাদান’-এর। তবে কোনোমতেই হাল ছাড়ছেন না তিনি।
মাটি কামড়ে পড়ে থাকার সুফলই তিনি পেলেন বোধহয়। দেরীতে বুকিং শুরু হওয়া সত্ত্বেও, ঝড়ের গতিতে বিক্রি হয়েছে টিকিট। আর তারপরেই একটি ভিডিও করে নিজের আবেগ প্রকাশ করলেন সুপারস্টার। টিম-খাদানকে শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও।
সুজিত দত্ত পরিচালিত এই ছবি আসছে ‘Dev Entertainment Ventures’ এবং ‘Surinder Films’-এর যৌথ প্রযোজনায়। মূলতঃ কয়লাখনি অঞ্চলের সামাজিক, রাজনৈতিক জীবনের প্রেক্ষাপটেই দাঁড়িয়ে রয়েছে এ ছবি। শ্যাম মাহাতো আর মোহন দাসের বন্ধুত্বের গল্পও বলবে এ ছবি। যীশু সেনগুপ্তের বিপরীতে অভিনয় করবেন স্নেহা বসু। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ইধিকা পাল, বরখা বিশ্ত, অনির্বাণ চক্রবর্তী, জন ভট্টাচার্য্য এবং পার্থসারথি। ছবির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন বিশ্বরূপ বিশ্বাস এবং পরিচালক সুজিত দত্ত স্বয়ং।