দ্বিতীয় ফ্রেঞ্চ চলচ্চিত্র উৎসব শুরু হল ‘সৌভাগ্যের শহর’ কলকাতায়
দ্বিতীয়বারের জন্য তিলোত্তমার বুকে শুরু হল ফ্রেঞ্চ চলচ্চিত্র উৎসব। একাধিক স্বনামধন্য শিল্পীদের উপস্থিতিতে, গত শনিবার, ২২শে ফেব্রুয়ারি শুরু হয়েছে এই অনুষ্ঠান।
এই ফ্রেঞ্চ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়েছে বিখ্যাত নন্দন প্রেক্ষাগৃহে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনুভব সিনহা, বিখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক গৌতম ঘোষ, অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত-সহ বহু জ্ঞানীগুণী ব্যক্তিত্ব। পরিচালক অনুভব সিনহার হাতেই ছিল এই উৎসবের উদ্বোধনের ভার। উদ্বোধনের পর, এই অনুষ্ঠানের বিষয়ে বক্তব্যও রাখেন তিনি।
এ-দিন অনুভব সিনহা বলেন, ‘আমি কলকাতা শহরটাকে ভালোবাসি। শুধু শহর না, কলকাতার সিনেমা, খাবারদাবার সবকিছুই ভালোবাসি। কলকাতার ভাগ্য সত্যিই খুব ভালো, তাই এতগুলো ফিল্ম ফেস্টিভ্যাল এই শহরে হয়।’
সুদীর্ঘ কেরিয়ারজীবনে, ‘আর্টিকেল ১৫’, ‘থাপ্পড়’, ‘মুল্ক’-এর মতো একাধিক বাস্তবধর্মী ছবি তৈরি করেছেন অনুভব। সেইসব ছবি স্পর্শ করেছে দর্শকদের হৃদয়। জনপ্রিয় হয়েছে অনুভবের গল্প বলার ধরনও। তাঁর সাম্প্রতিকতম ওয়েব সিরিজ ‘আইসি 814: দ্য কান্দাহার হাইজ্যাক’ ভালোবাসা পেয়েছে দর্শকদের কাছে। পেয়েছে সমালোচক মহলের প্রশংসাও।