Live Entertainment & Love Lifestyle

Friday, April 11, 2025
Tollywood

Alexander Er Pisi Trailer: গোরু হারিয়েছেন আলেকজান্ডারের পিসি!

দুলেন্দ্র ভৌমিকের ‘আলেকজান্ডারের পিসি’ পড়েছেন নিশ্চয়ই ছোটবেলাতেই? হাসিমজায় ভরপুর সেই দুর্দান্ত কাহিনীই আসতে চলেছে বড়পর্দায়। গতকাল মুক্তি পেয়েছে সেই ছবিরই ট্রেলার।

গল্পটা যাঁরা পড়েননি, আলেকজান্ডারের মত বিশ্বজয়ী বীরের পিসির কথা শুনে নিশ্চয়ই ভুরু কুঁচকোচ্ছে তাঁদের? প্রাণপণে মনে করার চেষ্টা করে চলেছেন, ইতিহাস বইয়ের পাতায় এমন কারোর কথা পড়েছেন কিনা! আসল ব্যাপারটা কিন্তু মোটেই ওরকম নয়। আলেকজান্ডারের এক জাঁদরেল পিসি রয়েছে বটে, তবে সে মোটেই আসল আলেকজান্ডার নয়। এই পিসির ভাইপো আসলে পাড়ার মঞ্চে আলেকজান্ডারের ভূমিকায় অভিনয় করা গোবেচারা গদা।

চৌদিঘি গ্রামের বালক সংঘের এক সদস্য গদা। সেই ক্লাবেরই এক নাটকে আলেকজান্ডারের ভূমিকায় অভিনয় করার কথা তাঁর। কিন্তু অভিনয়ের মাঝেই হঠাৎ ঝাঁটাহাতে মঞ্চে প্রবেশ গদার পিসির। জানা যায়, তাঁর একটি গোরু হারিয়ে গিয়েছে। আর সেই শোকে মুহ্যমান হয়ে যদি স্বয়ং আলেকজান্ডারের কান ধরে তিনি একটু টেনেও দেন, তাতে কি আর দোষ দেওয়া যায় তাঁকে? তবে হ্যাঁ, আগাগোড়া বেজায় ‘সিরিয়াস’ একটা নাটক আচমকা হাসির নাটকে পরিণত হলে, সদস্যদের সুনাম তো একটু নষ্ট হবেই! সেই সুনাম কি আবার ফেরাতে পারবেন তাঁরা?

হাসির এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবজ্যোতি সরকার। নামভূমিকায়, অর্থাৎ আলেকজান্ডারের পিসির চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য। এছাড়াও, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিশ্বনাথ বসু, চন্দন সেন, তীর্থ ভট্টাচার্য্য, পার্থসারথি দেব, ঋদ্ধিরাজ দত্ত প্রমুখ। আদিকা প্রোডাকশন্স প্রযোজিত, আদিত্য অশোক নিবেদিত এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব রয়েছে প্রদীপ মুখোপাধ্যায় এবং তীর্থ ভট্টাচার্য্যের কাঁধে।

গানের কথা লেখার দায়িত্বে রয়েছেন সঞ্জয় মুখোপাধ্যায়। রূপঙ্কর বাগচী, জয়তী চক্রবর্তী, ঋষি পণ্ডা, সুজয় ভৌমিক এবং তীর্থ ভট্টাচার্য্যের কণ্ঠে শোনা যাবে ছবির গান। হাসিমজায় ঠাসা এই ছবি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী ২৮শে জুন।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।