Entertainment

উদযাপন ষষ্ঠ বর্ষপূর্তির, অনুষ্ঠানে উপস্থিত অনির্বাণ ভট্টাচার্য্য

বেড়াতে যেতে কে না ভালবাসে! তবে বেড়ানোর সঙ্গী হওয়া চাই বিশ্বস্ত। আর সেকথা মাথায় রেখেই ২০১৮ সালে শুরু হয়েছিল ‘গো এভরিহোয়্যার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর পথচলা। দেখতে দেখতে সেই সংস্থার বয়স হল ছয়।

১১ই ডিসেম্বর, অর্থাৎ চলতি সপ্তাহের বুধবার, ষষ্ঠ জন্মদিন উদযাপন করল ‘গো এভরিহোয়্যার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’। কলকাতার বিখ্যাত অ্যাস্টর হোটেলে হয় অনুষ্ঠান। জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্য্য স্বয়ং। ‘গো এভরিহোয়্যার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর তিনি। এদিন তিনি বলেন, ‘বেড়াতে যাওয়া মানে শুধু একজায়গা থেকে আরেকজায়গায় যাওয়া নয়। সেখানে গিয়ে আমাদের যে মানুষগুলোর সঙ্গে দেখা হচ্ছে, যে গল্পগুলো তৈরী হচ্ছে, যে স্মৃতিগুলো আমাদের মনে থেকে যাচ্ছে, সেগুলোই আসল। আর হাজার হাজার মানুষের বেড়াতে যাওয়াকে আরো আকর্ষণীয় করে তুলেছে ‘গো এভরিহোয়্যার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’। ওঁদের সঙ্গে যুক্ত হয়ে আমার গর্ববোধ হচ্ছে।’

চলতি বছরে একটা নিদর্শন তৈরী করেছে ‘গো এভরিহোয়্যার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’ কোম্পানি। ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে ৬২টা আন্তর্জাতিক ট্যুর করেছে তারা। অন্তত ১৬৫৭জন পর্যটকের মুখে হাসি ফুটিয়েছে। ভ্রমণের স্মৃতি স্মরণীয় করে রাখতে সবসময়ই সচেষ্ট  ‘গো এভরিহোয়্যার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’।

কোম্পানির প্রতিষ্ঠাতা সম্বুদ্ধ ঘোষ বলেন, ‘আমরা শুধু এই ছ’বছরের সাফল্যকে উদযাপন করছি না। মানুষ আমাদের উপর ভরসা করেছেন, বিশ্বাস করেছেন। সেটাই আজ উদযাপন করছি আমরা। অসাধারণ পরিষেবা আর অন্যধরনের গন্তব্যে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, পর্যটকদের দুর্দান্ত কিছু স্মৃতি উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।’

তবে কেবল উদযাপন নয়, ভ্রমণপিপাসুদের জন্য অনুষ্ঠানে ছিল এক দারুণ উপহার। ‘এক্সক্লুসিভ অন-স্পট বুকিং’-এর অফার রেখেছিল ‘গো এভরিহোয়্যার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’ কোম্পানি।

আশা রাখা যায়, ভালবাসায়, ভরসায় তারা এগিয়ে যাবে আরো অনেক পথ। সকলকে সঙ্গে নিয়ে জয় করবে পৃথিবী।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।