বড়পর্দায় এবার নাট্যমঞ্চ — মুক্তি পেল ‘হেমন্তের অপরাহ্ন’-র ট্রেলার

পুরস্কারবিজয়ী পরিচালক অশোক বিশ্বনাথনের ‘হেমন্তের অপরাহ্ন’ এমন এক চলচ্চিত্র, যা প্রেম, ক্ষতি এবং শিল্পের বিবর্তনের মাধ্যমে দর্শকদের একটি মর্মস্পর্শী যাত্রার ছবি তুলে ধরে। মূলত করোনা মহামারীর প্রেক্ষাপটকে ঘিরেই তৈরী এই ছবি বলবে মহামারীতে মানুষের বেঁচে থাকার লড়াইয়ের গল্প।

এছাড়াও ছবির মূল কেন্দ্রবিন্দু হল একটি থিয়েটারের দল। এই দলের বিভিন্ন ঘটনা এবং দলের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যেকার সম্পর্ক, সবটাই ফুটে উঠবে ছবিতে। এককথায় মহামারী-যুদ্ধ-সম্পর্কের সমীকরণ হল ‘হেমন্তের অপরাহ্ন’। কলকাতার হিন্দুস্তান ক্লাবে, গতকাল, ২৪শে জুন মুক্তি পেল ছবির ট্রেলার।
ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক শ্রী অশোক বিশ্বনাথন, ছবির প্রযোজক শ্রী অমিত আগরওয়াল। ছবিতে অভিনয় করেছেন ঋতব্রত মুখোপাধ্যায়, অনুষা বিশ্বনাথন এবং কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সত্যপ্রিয় মুখোপাধ্যায়। এছাড়াও ছবিতে রয়েছেন বিদিপ্তা চক্রবর্তী। ‘এম.এস ধোনি – দ্য আনটোল্ড স্টোরি’ এবং কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘সিমরান’-এর মত চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ পরিচালিত ‘রাহগির’ নামে একটি ছবির প্রযোজনাও করেছেন অমিত আগরওয়াল।
পরিচালক শ্রী অশোক বিশ্বনাথন বলেছেন, “এই চলচ্চিত্রে এমন একটি গল্প রয়েছে, যা আপনাকে অবসর-পরবর্তী জীবন এবং মৃত্যু-পরবর্তী জীবন, আকাঙ্ক্ষা-হতাশা, বিশ্ব ভার্চুয়াল বাস্তবতা, বর্ধিত বাস্তবতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরিপূর্ণ সমাজেও আজকের তরুণরা কীভাবে বেঁচে আছে, সে সম্পর্কিত প্রশ্নগুলি নিয়ে ভাবায়। ছবির পটভূমিতে লকডাউন এবং ইউক্রেন তথা গাজায় যুদ্ধের ভয়ঙ্কর ফলাফল সম্পর্কে বলা হয়েছে। আমি খুব খুশি যে অমিত অনেকদিন পর আমার জন্য ট্রেলার এডিটর হিসেবে কাজ করেছে। এর আগেও ও আমার পুরস্কারপ্রাপ্ত তথ্যচিত্র এবং চলচ্চিত্রের ট্রেলারের সম্পাদক হিসেবে কাজ করেছে। ‘হেমন্তের অপরাহ্ন’র ট্রেলার দারুণ হয়েছে। এবারেও ও খুব ভালো কাজ করেছে।”
অভিনেত্রী অনুষা বিশ্বনাথন বললেন, “হেমন্তের অপরাহ্ন মানুষের আবেগ এবং সম্পর্কের হৃদয়গ্রাহী অন্বেষণ, এই অসাধারণ ছবিতে আমার চরিত্রটিকে ফুটিয়ে তুলতে পেরে আমি সম্মানিত।” অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় বলেন, “কোভিডের পর জীবনটা অনেক দ্রুত হয়ে গেছে এবং মানুষের একাকিত্ব অনেক বেড়ে গেছে।” তিনি একথাও বলছেন, “অশোক বিশ্বনাথন স্যারের ছবিতে কাজ করা আমার কাছে প্রাপ্তি।” বন্ধু অনুষার সম্বন্ধে তিনি জানান, অনুষার সঙ্গে কাজ করতে খুব ভালো লাগে, আমাদের বন্ধুত্বটা এতটাই কমফোর্টেবল, যেটা কাজের ক্ষেত্রে একটা ক্ল্যারিটি তৈরি করে”।
প্রযোজক শ্রী অমিত আগরওয়াল বলেন, “ছবির প্রযোজক হিসেবে আমি খুবই সন্তুষ্ট। ছবিটির গল্প, তার বার্তা, সর্বোপরি অশোকদা যেভাবে ছবিটি পরিচালনা করেছেন, তা আমার খুব পছন্দ হয়েছে। তাঁর আগের গুরুত্বপূর্ণ  কাজগুলির মতো এই চলচ্চিত্রটিরও একই স্বাদ রয়েছে, সঙ্গে রয়েছে এক আশ্চর্যজনক বর্ণনা। এই ফিল্মটি যুবসমাজ এবং প্রবীণ সমাজের দর্শকমহলে, বিশেষত থিয়েটার এবং চলচ্চিত্রপ্রেমীদের কাছে পৌঁছবে। অনেকদিন পর ছবির ট্রেলার এডিটর হিসেবে আমার কাজ করাটাও ছিল অসাধারণ অভিজ্ঞতা।
ছবিতে লৌকিক গানের সুর করেছেন গৌরব চ্যাটার্জি। সিনেমাটোগ্রাফি করেছেন জয়দীপ ভৌমিক এবং সম্পাদনা করেছেন জাতীয় পুরস্কারবিজয়ী অর্ঘ্যকমল মিত্র। আদর্শ টেলিমিডিয়া এবং এভি প্রোডাকশনের তরফে অমিত আগরওয়াল এবং অশোক বিশ্বনাথন প্রযোজনা করেছেন ছবিটি। আগামী ১২ জুলাই বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘হেমন্তের অপরাহ্ন’।

Author

  • Neha Biswas

    কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক পাশ করার পর থেকেই সাংবাদিকতায় আসার ইচ্ছে আরো প্রবল হয়। কলেজে পড়ার পাশাপাশি অ্যাঙ্করিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাঙ্করিং এর জোর দেওয়া হয়। বিনোদনের জগতের বিভিন্ন খবর বলার পাশাপাশি ছোটো ছোটো নিবন্ধও লেখেন তিনি।

    View all posts
Scroll to Top