নাট্যোৎসবে বর্ষবরণ, ‘ইচ্ছেমতো পার্বণ’-এর অনুষ্ঠানসূচিতে কী কী?
বর্ষবরণের রাতে আপনি কী করবেন বলে ভেবেছেন? পার্কস্ট্রীটে যাবেন? নাকি স্রেফ আর পাঁচটা সাধারণ রাতের মতই সাদামাটা কাটিয়ে দেবেন? নাকি অ্যাকাডেমীর দর্শকাসনে চুপটি করে বসে নাটক দেখবেন সারারাত?
যাঁরা নিয়মিত নাটক দেখেন, তাঁদের কাছে ‘ইচ্ছেমতো’ নাট্যদলের নাম অতিপরিচিত। সেই নাট্যদলের উদ্যোগেই প্রত্যেকবারের মত এবারেও আয়োজিত হতে চলেছে নাট্যোৎসব ‘ইচ্ছেমতো পার্বণ’। ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এর মঞ্চ জমে উঠতে চলেছে ৩১শে ডিসেম্বর রাতে। নাটকের হাত ধরেই বর্ষশেষের রাত কাটবে নাটকপ্রিয় বাঙালির। রাত সাড়ে ন’টা থেকে শুরু হয়ে এই পার্বণ চলবে সারারাত্রিব্যাপী। উদ্বোধনী পার্বণে উপস্থিত থাকতে চলেছেন শমীক বন্দ্যোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, সীমা মুখোপাধ্যায় এবং কিঞ্জল নন্দ।
পার্বণে থাকছে আয়োজক ‘ইচ্ছেমতো’ নাট্যগোষ্ঠীর দুটি প্রযোজনা। তার মধ্যে একটি সুলগ্না নাথের নির্দেশনায়, শিশুদের অভিনীত নাটক ‘চিচিবাবা ল্যান্ড’। আর আরেকটি নাটক ‘আনসেন্ট লেটার্স’-এর নাট্যকার হলেন জনপ্রিয় লেখক স্মরণজিৎ চক্রবর্তী। এই নাটকের নির্দেশনার ভার থাকছে সৌরভ পালোধীর উপর।
অবশ্য কেবল ‘ইচ্ছেমতো’ নয়, সারারাতজুড়ে চলা এই উৎসবে দেখা যাবে একাধিক নাট্যদলের নাটক। গৌতম দশন্দীর নির্দেশনায় ‘গড়জয়পুর সপ্তর্ষি’ নাট্যগোষ্ঠীর প্রযোজনা ‘মাটির জন্য’, গৌতম হালদারের নির্দেশনায় ‘নয়ে নাটুয়া’ নাট্যগোষ্ঠী প্রযোজিত একক নাটক ‘বড়দা বড়দা’, রজণী মণ্ডলের নির্দেশনায় ‘মা সুভাষিনী নাট্যসংস্থা’র প্রযোজনা ‘বনবিবির পালা’ রয়েছে সেই তালিকায়। এছাড়াও, তালিকায় রয়েছে বলিষ্ঠ অভিনেত্রী-পরিচালক মানসী সিনহার নির্দেশিত এবং অভিনীত নাটক ‘পুনুপিসি পিএনপিসি’-র নামও।
ঠিক কবে, কীভাবে শুরু হয়েছিল ‘ইচ্ছেমতো পার্বণ’? 71/1 MB-র পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল ‘ইচ্ছেমতো’র সদস্য শান্তনু মণ্ডলকে। তাঁর কথায়, ‘২০১৯ সালের ৩১শে ডিসেম্বর ‘ইচ্ছেমতো পার্বণ’-এর সূচনা হয়। ‘নাট্যস্বপ্নকল্প’ নামে ‘অন্য থিয়েটার’ থেকে সারারাত একটা নাট্যোৎসব করতেন বিভাস চক্রবর্তী। এখনো করেন, কিন্তু এখন সেটা আর সারারাত হয় না। সেটা থেকেই আমরা ইন্সপিরেশন পেয়েছিলাম, সৌরভদা (সৌরভ পালোধী) এটা আয়োজন করেছিল।’
নাট্যোৎসবে কিন্তু শুধুই নাটকের পার্বণ নয়। বরং গানের পার্বণও থাকছে গতবারের মতই। দেবদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে থাকছেন নীল মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য্য, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় এবং আহেলী সরকার। উৎসবের সঞ্চালনার দায়িত্ব সামলাবেন অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত। আলোক পরিকল্পনার ভার থাকবে সৌমেন চক্রবর্তীর হাতে।
বর্ষশেষের রাতে পার্কস্ট্রীটের রাস্তার প্রবল ভিড় যেসব বাঙালির এখনো না-পসন্দ, যাঁরা এখনো অস্বচ্ছন্দ ডিস্কো বা পাবে, সর্বোপরি যাঁরা বর্ষশেষের রাতটা কাটাতে চান একাধিক ভিন্নস্বাদের নাটকের সঙ্গে, বলিষ্ঠ অভিনেতা-অভিনেত্রীদের দক্ষ অভিনয়ের সঙ্গে, মঞ্চের সঙ্গে, থিয়েটারের সঙ্গে, হয়ত তাঁদের সকলের জন্যই এবারেও নিশ্চিতভাবে সফল হতে চলেছে এই উদ্যোগ।