খাস কলকাতায় রূপমের ‘খাস একক’, আসছে নতুন বইও!
বারোবছর আগে শুরু হয়েছিল রূপম ইসলামের অন্যরকম এক অনুষ্ঠান, ‘একক’। আগামীকাল ১৯শে এপ্রিল, অনুষ্ঠিত হতে চলেছে সেই অনুষ্ঠানেরই ষাটতম সংস্করণ।
রূপম ইসলামের নাম শুনলেই প্রথম মাথায় আসে তাঁর ব্যান্ড ‘ফসিলস’-এর কথা। মঞ্চে ‘ফসিলস’-এর অনুষ্ঠান দেখতে পছন্দ করেন সকলেই। তবে ‘ফসিলস’-এর গান নয়, তাছাড়াও ভক্তদের উন্মাদনার আরেক কারণ রূপমের ‘একক’ অনুষ্ঠানগুলো।
প্রায় তিন-সাড়ে তিনঘন্টা মঞ্চে একা অনুষ্ঠান করেন রূপম ইসলাম। গানের সঙ্গে বাদ্যযন্ত্রেও সুর তোলেন একা হাতেই। এই অনুষ্ঠানগুলিই পরিচিত‘একক’ নামে। উত্তম মঞ্চ দিয়ে শুরু হয়েছিল ‘একক’-এর পথচলা। তারপর নজরুল মঞ্চ-সহ একে একে বিভিন্ন জায়গায় এককের অনুষ্ঠান করেছেন রূপম। বারোবছরে সেই অনুষ্ঠানের সংখ্যা এবার ষাট ছুঁল।
ফসিলসের মতই, ‘একক’-এর সেই সব অনুষ্ঠানও ছিল ‘হাউসফুল’। রাজ্যের বিভিন্ন জেলা থেকে তো বটেই, ‘একক’-এর আগে রাজ্যের বাইরে থেকে এসেও কলকাতায় জড়ো হন রূপম-ভক্তরা। এবারেও ঘটেনি অন্যথা। জানা গিয়েছে, ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে শোয়ের টিকিট।
কলকাতার বুকে ঠিক কোথায় অনুষ্ঠিত হবে ‘খাস একক’? জানা গিয়েছে, বালিগঞ্জে, জি ডি বিড়লা সভাগৃহে, অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। অন্যান্যবারের মতোই একা মঞ্চ মাতাবেন রূপম। তবে এবারের ‘খাস একক’ ঘিরে রয়েছে আরো এক খাস খবর। আগামীকালের এই একক অনুষ্ঠানেই প্রকাশিত হতে চলেছে রূপম ইসলামের নতুন বই।
গায়ক সত্তার পাশাপাশি, রূপম ইসলাম যে একজন লেখকও, তা এতদিনে জেনে গিয়েছেন সকলেই। বিভিন্ন নামী পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর নানা লেখা। প্রকাশিত হয়েছে বেশ কিছু বইও। তবে তাঁর নতুন এই বই একান্তই গান নিয়ে। ‘গান সমগ্র’-র দ্বিতীয় খণ্ড মুক্তি পেতে চলেছে আগামীকাল। প্রকাশক বইপাড়ার অন্যতম প্রাচীন, ঐতিহ্যমণ্ডিত প্রকাশনা সংস্থা ‘আনন্দ পাবলিশার্স’।
কেরিয়ারের প্রথমদিকে বাংলায় রকগান গাওয়ার ‘অপরাধে’ মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল জনপ্রিয় রকসঙ্গীতশিল্পী রূপম ইসলামকে। আর এখন নিঃসন্দেহে, বাংলা রকগানের সমার্থক শব্দ তিনিই। বাংলার বুকে দাপিয়ে বেড়াচ্ছে তাঁর ‘ফসিলস’। গতবছরই, ওপার বাংলার জনপ্রিয় শিল্পী জেমসের সঙ্গে এক মঞ্চে অনুষ্ঠান করেছেন রূপম।
রূপমের এই ‘খাস একক’-এর আসরে রয়েছে আরো এক বিশেষত্ব। এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে ‘বোরোলীন’-এর মত জনপ্রিয়, ঐতিহ্যপূর্ণ একটি ব্র্যান্ড। বারোবছর আগে, ২০১৩ সালে, রূপমের জন্মদিনে জন্ম হয়েছিল এই নতুনধরনের কনসার্টের। ষাটতম অনুষ্ঠানে ‘একক’ যে রীতিমতো ‘খাস’ হয়ে উঠতে পেরেছে, তা বলাই বাহুল্য।