হরর-এর চেয়ে হরর কমেডির জনপ্রিয়তা বোধহয় বর্তমানে একটু হলেও বেশী। আর আদ্যোপান্ত একটা হরর কমেডি গল্প নিয়েই আসছে হইচই (Hoichoi) ওটিটি প্ল্যাটফর্মের নতুন ওয়েবসিরিজ ‘ভূততেরিকি’। পরিচালনার দায়িত্বে রয়েছেন কৌশিক হাফিজি। সৃজনশীল পরিচালনার দায়িত্ব অনির্বাণ ভট্টাচার্য্যর হাতে।
কলকাতার বুকে এক ঐতিহাসিক বাড়িতে একসঙ্গে থাকেন তিন নারী – ভানু, সুকুমারী এবং রাজিয়া। তাঁরা কেউই অবশ্য মানুষ নন, তিনযুগের তিন ভূত।
সেই বাড়িতেই সেই তিন ভূতের অজানা ‘জীবন’ শ্যুট করতে আসে এক শ্যুটিং ইউনিট। তাঁরা তিনজন তাঁদের জীবনের হাসি-কান্না-প্রেম-বিরহের গল্প শোনান সকলকে, বোঝান সত্যিকারের বেঁচে থাকার অর্থ।
হরর এবং কমেডির মিশেলে তৈরী এ সিরিজের প্রধান তিন চরিত্রে অভিনয় করতে চলেছেন আভেরী সিংহ রায়, দীপান্বিতা সরকার এবং ঐশ্বর্য সেন।
এছাড়াও তাঁদের সঙ্গে অভিনয়ে থাকছেন দেবরাজ ভট্টাচার্য্য এবং শৌনক কুণ্ডু। কেবল পরিচালনাই নয়, ওয়েবসিরিজটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ – এই সবকিছুর দায়িত্বই সামলেছেন কৌশিক হাফিজি স্বয়ং।
ওয়েবসিরিজটির শ্যুটিং শুরু হয়েছে আজ। ধান্যকুড়িয়ায় শুরু হয়েছে শ্যুটিংয়ের কাজ। ভয় আর হাসির মেলবন্ধনে তৈরী এই সিরিজ যে সকলের মন জয় করতে চলেছে, তা বলা যায় এখনই।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।