EntertainmentTollywood

Hoichoi: নতুন বছরে খুলবে রহস্যের জট, কবে আসছে ‘নিখোঁজ ২’?

২০২৩ সালে হইচই (Hoichoi) ওটিটি প্ল্যাটফর্মে এসেছিল অয়ন চক্রবর্তী পরিচালিত ওয়েবসিরিজ ‘নিখোঁজ’। তারপর থেকেই সবাই অপেক্ষা করছিল দ্বিতীয় সিজনের। অবশেষে, নতুন বছরে সুখবর। আসছে ‘নিখোঁজ ২’। বছরের প্রথমদিনেই মুক্তি পেয়েছে ট্রেলার।

বন্ধুদের সঙ্গে একটা পার্টিতে গিয়েছিল ডিসিপি বৃন্দা বসুর (স্বস্তিকা মুখোপাধ্যায়) মেয়ে দিতি। সেখান থেকে আচমকাই ‘নিখোঁজ’ হয়ে যায় সে। ‘নিখোঁজ’ সিরিজের হাত ধরে নিজের মেয়েকে খোঁজার যাত্রা শুরু হয়েছিল বৃন্দার। সন্দেহের তালিকায় ছিল বিখ্যাত সাংবাদিক রমিত সেন-সহ (টোটা রায়চৌধুরী) অনেকেই। প্রথম সিজনেই বহু প্রশংসা কুড়িয়েছিল ‘নিখোঁজ’। তবে প্রথম সিজনের শেষে, রয়ে গিয়েছিল উত্তর না-জানা বহু প্রশ্ন। সন্ধান মেলেনি দিতির। কে সত্যি বলছে আর কে মিথ্যে, তাও ছিল অস্পষ্ট। তবে সব প্রশ্নের উত্তর নিয়ে, আর ক’দিনের মধ্যেই আসছে দ্বিতীয় সিজন।

আড়াইমিনিটের ট্রেলারে আবারও ফিরেছে আগের সিজনের টানটান উত্তেজনা। চলছে দিতির সন্ধান, বাড়ছে সন্দেহভাজনের তালিকা। স্বস্তিকার কণ্ঠে শোনা যাচ্ছে একটা সংলাপ, ‘এই রহস্যের জট ছাড়াতে পারবে একজনই, এনকাউন্টার স্পেশালিস্ট অনন্ত চ্যাটার্জী।’ আর সেই সংলাপের সঙ্গে সঙ্গেই ট্রেলারের দৃশ্যে দেখা মিলেছে বলিষ্ঠ অভিনেতা রজতাভ দত্তর।

স্বস্তিকা মুখোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, রজতাভ দত্ত ছাড়াও এই সিরিজে দেখা মিলবে সোমাশ্রী ভট্টাচার্য্য, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, প্রতীক দত্ত, প্রিয়াঙ্কা মণ্ডল, লোকনাথ দে, শাঁওলি চট্টোপাধ্যায়, হানি বাফনার। সিরিজের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন পরিচালক নিজেই।

আগামী ১০ই জানুয়ারি হইচই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে বহুপ্রতীক্ষিত ‘নিখোঁজ ২’।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।