নতুন ইনিংস মায়ানগরীতে, হিন্দি ধারাবাহিকে ‘বুম্বাদা’ যোগ!
টলিপাড়া থেকে বলিপাড়া, বরাবর দু’জায়গাতেই দাপিয়ে কাজ করেন বাঙালির ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ। অভিনয়ের পাশাপাশি বাংলা ধারাবাহিকে করেছেন প্রযোজনার কাজ। তবে আর কেবল বাংলায় নয়, এবার হিন্দি ধারাবাহিকেও প্রযোজক হিসেবে যাত্রা শুরু করছেন সুপারস্টার।
বাংলা ধারাবাহিকের প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন বহুদিনই। এবার সময় আরো একধাপ এগোনোর। সম্প্রতি তাই দর্শকদের প্রিয় চ্যানেল স্টার প্লাসের আগামী হিন্দি ধারাবাহিক প্রযোজনা করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ধারাবাহিকের হাত ধরেই হিন্দি ধারাবাহিকের জগতে পা রাখলেন তিনি। ধারাবাহিকের নাম ‘Kabhi Neem Neem Kabhi Shahad Shahad’। ধারাবাহিকের মুখ্য দুই চরিত্রে অভিনয় করতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় তারকা আবরার কাজি এবং আফিয়া তয়েবালি। ধারাবাহিকে তাঁদের চরিত্রের নাম উদয় এবং কথা। সম্পর্কের টক-ঝাল-মিষ্টি গল্প নিয়ে তৈরি এই ধারাবাহিক আসলে স্টার জলসার বাংলা ধারাবাহিক ‘কথা’রই হিন্দি রিমেক।
‘Kabhi Neem Neem Kabhi Shahad Shahad’ ধারাবাহিকের জমজমাট সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ধারাবাহিকের সকল কলাকুশলী। ছিলেন প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ একাধিক তারকা। একসময়ে বাংলা ছবি আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন সমার্থক। তাল মিলিয়ে মেইনস্ট্রিম এবং আর্ট ছবিতে অভিনয় করেছেন তিনি। এখনো সৃজিত মুখোপাধ্যায় থেকে কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো তাবড় অভিনেতারা ভরসা রাখেন তাঁর সুদক্ষ অভিনয়ের উপরেই। সেই সুপারস্টারই এবার হলেন প্রযোজক। বাকিদের সঙ্গে এ-দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনিও।
সাংবাদিক সম্মেলনে নিজের নিজের চরিত্রের নিয়ে কথা বলেন অভিনেতা-অভিনেত্রীরা। ধারাবাহিকের কাহিনির টুকিটাকিও জানান তাঁরা। এই ধারাবাহিকের হাত ধরেই হিন্দি টেলিপাড়ায় প্রযোজক হিসেবে ডেবিউ করলেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাই উচ্ছ্বসিত ‘বুম্বাদা’ও এ-দিন ভাগ করে নিচ্ছিলেন তাঁর অভিজ্ঞতা, আনন্দের গল্প। অবশ্য কেবল আড্ডা-গল্পে নয়, এই বিশেষ দিন জমে উঠেছিল মজার মজার খেলায়। দু’বার আলাদা আলাদাভাবে প্রসেনজিৎ এবং ‘কথা’র সঙ্গে জোট বেঁধে খেলেছিলেন ‘উদয়’। ঝালিয়ে নিচ্ছিলেন তাঁদের রসায়ন।
দুই বিপরীত মেরুর মানুষের মধ্যেকার পার্থক্য, মতভেদের বেড়াজাল পেরিয়ে, দু’জনের হৃদয় কি স্পর্শ করতে পারবে উদয় আর কথা? সেই উত্তরই মিলবে স্টার প্লাসের পর্দায়। সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় এই নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে খুব শীঘ্রই। শুরু থেকে সবসময়েই দর্শকদের ভালোবাসা পেয়ে এসেছে স্টার জলসার ‘কথা’ ধারাবাহিকটি। তার রিমেকও যে একেবারেই পিছিয়ে থাকবে না, সে গ্যারান্টি হয়ত দেওয়া যেতে পারে এখন থেকেই।