Hoichoi: সমুদ্রতটে সিরিয়াল-কিলিং, রহস্যভেদে একেন
আরো একবার হইচই (Hoichoi) ওটিটি প্ল্যাটফর্মের পর্দায় ফিরছেন একেনবাবু। এবার তাঁর পা পড়েছে পুরীতে। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত নতুন ওয়েবসিরিজ ‘পুরো পুরী একেন’-এর ট্রেলার মুক্তি পেল আজ।
হাসি আর রহস্যের ঠাসবুনোটে তৈরি একেনবাবুর সিরিজ-সিনেমা। তাই তার জনপ্রিয়তাও আকাশছোঁয়া। হইচইয়ের অভিনব উদ্যোগে ট্রেলার মুক্তির বেশ কিছুদিন আগেই হয়েছিল ট্রেলার প্রিভিউ অনুষ্ঠান। কথামতো, আজ মুক্তি পেয়েছে সিরিজের ট্রেলার। আড়াইমিনিটের এই ট্রেলারে যেমন আছে হাস্যরস, তেমনই আছে রহস্য আর খুনের ষড়যন্ত্রের কালো ছায়া। ট্রেলারের এই ছোট্ট ঝলকেই নজর কেড়েছেন প্রত্যেকে। একেনবাবুর ‘সিগনেচার’ ভুল প্রবাদ থেকে ভুল ওড়িয়া উচ্চারণ তো আছেই, সঙ্গে আছেন ‘পুরানো সেই’ খোকামামাও (বিশ্বজিৎ চক্রবর্তী)।
ছবির গল্প অনুযায়ী, পুরীর এক সাংস্কৃতিক অনুষ্ঠান হঠাৎই পরিণত হয় হত্যালীলার রঙ্গমঞ্চে। হঠাৎই কিছু হুমকি ফোন পান কথাকলি নৃত্যশিল্পী পারমিতা। আর তারপরেই শুরু হয় একের পর এক হত্যাকাণ্ড। মৃত্যু হয় পারমিতার বন্ধুর, গুরুজির। তদন্তে নেমে আহত হন একেনও। তবে সম্পূর্ণ ঘটনা হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই রহস্যের সমাধান করেন তিনি। কীভাবে, সে উত্তর রয়েছে এই ওয়েবসিরিজে।
সুজন দাশগুপ্তর উপন্যাস অবলম্বনে তৈরি এই সিরিজের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। গল্পনির্মাণের দায়িত্ব ছিল শ্রীজীবের উপর। আগের মতোই এই সিরিজেও একেনবাবু, বাপি এবং প্রমথর চরিত্রে দেখা মিলবে অনির্বাণ চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষের। এছাড়া, রাজনন্দিনী পালকে দেখা যাবে পারমিতার চরিত্রে এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় থাকছেন অভীকের ভূমিকায়। এই নিয়ে ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিজন পরিচালনা করছেন বিখ্যাত পরিচালক জয়দীপ মুখার্জী।
আগামী ২৩শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘পুরো পুরী একেন’-এর সবক’টি পর্ব। আর এখন সেই দিনের অপেক্ষাতেই রয়েছেন একেন-অনুরাগীরা।