Live Entertainment & Love Lifestyle

Thursday, April 3, 2025
TV show

RamKrishna Serial Update:রোহিণীর ষড়যন্ত্র এবার কী প্রভাব ফেলবে দুই বোনের জীবনে?

দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে কালার্স বাংলার ধারাবাহিক ‘রাম কৃষ্ণা’। আর সেখানেই আমরা দেখতে পাই তাদের সম্মুখীন হতে হয় একের পর এক ষড়যন্ত্রের। এছাড়াও আমরা দেখতে পাই তাদের দুষ্টু মিষ্টি প্রেম।


নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির শিকারও হতে হয়েছে তাদের। আর তাদের মধ্যে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় কৃষ্ণার মা রোহিণী। কৃষ্ণা অনেক চেষ্টা করার পরেও তার মা, রাম এবং কৃষ্ণার অফিসের মালকিন হয়ে ফিরে আসে। আর করতে থাকে একের পর এক ষড়যন্ত্র। কিন্তু এবার রোহিনী নিশানা বানায় আঁখি এবং কৃষ্ণাকে।


সিঙ্গাপুরে অবস্থিত আলেয়া অকশন হাউস কলকাতায় পুরনো জিনিসপত্রের বিক্রয়ের জন্যে একটি নিলামের ঘোষণা করেছে। ছায়া আর্কিটেক্টস-এর নতুন মালকিন রোহিনী মুখার্জীর সিদ্ধান্ত, তার কোম্পানি এতে অংশগ্রহণ করবে। অপরদিকে অর্ঘ্য, আঁখি আর বিক্রমকে জানায়, রোহিনী সলিউশন্স-ও এতে অংশ নেবে।


খবরটি জেনে রোহিনী আবার এক নতুন ষড়যন্ত্র করে – দুই বোন, কৃষ্ণা আর আঁখির মধ্যে রেষারেষি তৈরী করবে। অর্ঘ্য অবশ্য এই সমস্ত বিষয়টির মধ্যে এক টুকরো আশার আলো দেখতে পায়। তার দুই মেয়ে, কৃষ্ণা আর আঁখি এই পুরো বিষয়টা কি ভাবে সামাল দেবে, তা নিয়ে একটা নতুন প্ল্যান তৈরী করে।


কী হবে সেই প্ল্যানটা, যাতে সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না?

এই সমস্ত বিষয় জানতে দেখতে থাকুন ‘রাম কৃষ্ণা’, প্রতিদিন সন্ধ্যে ৭:৩০, শুধুমাত্র কালার্স বাংলায় এবং জিও সিনেমায়।

Author

  • Neha Biswas

    কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক পাশ করার পর থেকেই সাংবাদিকতায় আসার ইচ্ছে আরো প্রবল হয়। কলেজে পড়ার পাশাপাশি অ্যাঙ্করিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাঙ্করিং এর জোর দেওয়া হয়। বিনোদনের জগতের বিভিন্ন খবর বলার পাশাপাশি ছোটো ছোটো নিবন্ধও লেখেন তিনি।

    View all posts

Neha Biswas

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক পাশ করার পর থেকেই সাংবাদিকতায় আসার ইচ্ছে আরো প্রবল হয়। কলেজে পড়ার পাশাপাশি অ্যাঙ্করিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাঙ্করিং এর জোর দেওয়া হয়। বিনোদনের জগতের বিভিন্ন খবর বলার পাশাপাশি ছোটো ছোটো নিবন্ধও লেখেন তিনি।