Live Entertainment & Love Lifestyle

Friday, April 11, 2025
Tollywood

Shontaan: মিঠুন-অনসূয়ার দাম্পত্যে ভরসার সুর বিশাল মিশ্রের কণ্ঠে

বলিউডের ছবিতে বিশাল মিশ্রের গানের ভক্ত নেহাত কম নয়। এবার তাঁকেই পাওয়া গেল একেবারে অন্য মেজাজে। জিৎ গাঙ্গুলীর সুরে তিনি গান গাইলেন রাজ চক্রবর্তীর আগামী বাংলা ছবি ‘সন্তান’-এর জন্য।

বেশ কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল এই ছবির প্রথম গান ‘ঠাকুর থাকবে কতক্ষণ’। সে গান ছিল পুরোদস্তুর পুজোর মেজাজের। তবে ছবির দ্বিতীয় গান ‘তোমার আকাশে’ একেবারেই অন্যধাঁচের। গানের কথার পরতে পরতে জড়িয়ে রয়েছে ভালবাসার, ভরসার স্পর্শ। কেউ হয়ত দিন গুনছে কারোর চিঠি আসার অপেক্ষায়, কারো চোখে হয়ত ঘুম নেই রাত্রিবেলাতেও! তবু পাশে যদি থাকে একটা ভরসার হাত, তাহলে হয়ত মনের মেঘ কেটে রোদ ওঠে ঠিকই।
গান জুড়ে দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তী এবং অনসূয়া মজুমদারকে। তাছাড়া, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সেনগুপ্তের দেখাও মিলেছে এই গানে। জিৎ গাঙ্গুলীর সুরে, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথায় গানটি গেয়েছেন বলিউডের খ্যাতনামা সঙ্গীতশিল্পী বিশাল মিশ্র। তাঁর কণ্ঠ যেন প্রাণ দিয়েছে ছবির আবেগঘন মুহূর্তগুলোকে। বাবা-ছেলের (মিঠুন-ঋত্বিক) মধ্যেকার দ্বন্দ্ব, তাদের নিজেদের মনের দ্বিধা, সবটুকুই স্পষ্টভাবে ফুটে উঠেছে এ গানে।
এই গান গাওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে বিশাল বলেন, ‘সম্পর্কের যোগসূত্র, চাওয়া-পাওয়ার মত চিরকালীন বিষয়গুলো ফুটে উঠেছে এ গানে।’ পরিচালক রাজ চক্রবর্তী জানান, ‘আমার ছবির প্রাণই হল গান। জিৎ গাঙ্গুলী যেভাবে গানটা কম্পোজ করেছেন, তাতে এ ছবির ক্ষেত্রেও যে ব্যতিক্রম হবে না, তা জানি।’ তিনি যোগ করেন, বিশাল মিশ্রর কণ্ঠ শ্রোতাদের মনকে স্পর্শ করতে পেরেছে অনায়াসেই।
ছবির গল্প অনুযায়ী, বৃদ্ধবয়সে বাবা-মা’কে ‘ত্যাগ’ করেছে তাঁদের সন্তান। সামর্থ্যের অভাবের দোহাই দিয়ে ঝেড়ে ফেলেছে সমস্ত দায়দায়িত্ব। সহ্যের শেষ সীমায় পৌঁছে নিজের সন্তানের বিরুদ্ধেই মামলা করতে বাধ্য হন বৃদ্ধ। পাশে পান দৃঢ়চেতা এক অল্পবয়স্কা আইনজীবীকে। এই নিরন্তর টানাপোড়েন, প্রতিকূলতার মাঝে পড়ে কোন পরিস্থিতির সম্মুখীন হবেন তাঁরা, তার উত্তর লুকিয়ে রয়েছে ছবিতেই।
মিঠুন চক্রবর্তী ও অনসূয়া মজুমদার ছাড়াও এ ছবিতে অভিনয় করতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, অহনা দত্ত, শুভশ্রী গাঙ্গুলী, খরাজ মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখকে। আগামী ২০শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে SVF প্রযোজিত এই ছবি।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।