‘সত্য ঘটনা অবলম্বনে’ তৈরি ছবির ট্রেলার লঞ্চ জুম অ্যাপে
সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবি ‘সুপারবয়েজ অফ মালেগাঁও’ মুক্তি পাবে চলতি মাসের শেষেই। গতকাল, ১২ই ফেব্রুয়ারি, মুক্তি পেল সেই ছবির ট্রেলার। আর সেটাও একেবারেই চমকপ্রদ উপায়ে।
রীমা কাগতির পরিচালনায় তৈরি হয়েছে ‘সুপারবয়েজ অফ মালেগাঁও’। কলকাতার সব মিডিয়া হাউসকে নিয়ে একটি ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করেছিলেন নির্মাতারা। সেখানেই প্রথম দেখানো হয় ছবিটির ট্রেলার। জুম অ্যাপে হওয়া এই ভার্চুয়াল সভায় অংশ নিয়েছিলেন নাসির শেখ, রীমা কাগতি-সহ বরুণ গ্রোভার, জোয়া আখতার, ঋতেশ সিধওয়ানি, আদর্শ গৌরব, বিনীত কুমার সিং-য়ের মতো কলাকুশলীরা। ট্রেলার লঞ্চের পাশাপাশি ছবিটিকে নিয়েও এ-দিন কথা বলেন তাঁরা।
এক ছিমছাম মফস্বল মালেগাঁও। সেখানকার বাসিন্দাদের দৈনন্দিন একঘেয়ে জীবনে একমাত্র খোলা জানালা ছিল চলচ্চিত্র। আর সেই ছোট্ট শহরে বসেই নাসির শেখ স্বপ্ন দেখেছিলেন ‘সিনেমা’ বানানোর। মালেগাঁও-র মানুষদের জন্য, স্থানীয়দের অভিনয় করা একটি ছবি তৈরি করতে চেয়েছিলেন তিনি। তাঁর এই আপাত-অসম্ভব স্বপ্নের পথে তাঁর সঙ্গে পাড়ি দিয়েছিল তাঁর তিন বন্ধু। ছবির ট্রেলারে রয়েছে তাদের বন্ধুর পথে একসঙ্গে চলার একচিলতে আভাস। রয়েছে ‘রাইটার বাপ হোতা হ্যায়’-র মতো শক্তিশালী সংলাপ।
এ-দিন নাসির বলেন, ‘আমি ছবি বানাতে চেয়েছিলাম। কিন্তু আমায় নিয়ে ছবি তৈরি হবে, এ-কথা কখনো ভাবিনি।’ এক্সেল এন্টারটেইনমেন্ট এবং টাইগার বেবি প্রযোজিত এই ছবির প্রযোজনার দায়িত্বে আছেন ঋতেশ সিধওয়ানি, ফারহান আখতার, জোয়া আখতার এবং রীমা কাগতি। ছবির চিত্রনাট্য তৈরি করেছেন বরুণ গ্রোভার। আদর্শ এবং বিনীত ছাড়াও, এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে শশাঙ্ক অরোরা, অনুজ সিং দুহান, সাকিব আইয়ুব, পল্লব সিং, মঞ্জিরি পুপালা, মুসকান জাফেরি এবং ঋদ্ধি কুমারকে।
টিআইএফএফ এবং বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে সুপারবয়স অফ মালেগাঁও, খাঁটি ভারতীয় আখ্যানের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে প্রদর্শিত হয়েছে বলে জানালেন প্রাইম ভিডিও ইন্ডিয়া অরিজিনালসের প্রধান নিকিল মাধোক।
রিতেশ সিধওয়ানি বলেন, ‘এই ছবি আসলে ‘ড্রিম অফ আনঅ্যাচিভেবল’-এর গল্প। এরকম অনুপ্রেরণামূলক গল্প মানুষকে স্বপ্ন দেখতে শেখায়। এই ছবির জন্য অ্যামাজন এমজিএম স্টুডিওর সঙ্গে সহযোগিতা করতে পেরে আমরা খুশি। আশা করি, দর্শকরা বাস্তবের সঙ্গে এই ছবির মিল খুঁজে পাবেন।’
জোয়া আখতারও এ-দিন বলেন, ‘আমাদের এই ছবির গল্প বাস্তবজীবন থেকেই নেওয়া। জীবনের সত্য ঘটনাগুলোকে নিয়েই তৈরি হয়েছে এই ছবি। এর আগে একাধিক প্রদর্শনীতে দেখানো হয়েছে সুপারবয়েজ অফ মালেগাঁও। সেসব জায়গায় ছবিটি যা ভালোবাসা পেয়েছে, তাতেই বোঝা যায়, এ ছবি দর্শকদের ভালো লাগবে।’
ফারহান আখতার বলেন, ‘এই কাহিনি শেখায়, সঠিক পরিশ্রম করলে, কোনো স্বপ্নকে ছোঁয়াই অসম্ভব নয়।’ একই সুর শোনা গিয়েছে পরিচালক রীমার গলাতেও। তিনি জানিয়েছেন, ‘ছবিটি কেবল মালেগাঁও চলচ্চিত্র নির্মাণের উৎপত্তি সম্পর্কে নয়। এই ছবি তরুণ চলচ্চিত্র নির্মাতাদের স্বপ্নের গল্প। বলিষ্ঠ বন্ধুত্বের গল্প। আমরা এই অনন্য গল্পটি বড়োপর্দায় আনতে পেরে যথেষ্ট উত্তেজিত।’
এর আগে বিশ্বের দরবারে একাধিকবার নিজেকে প্রমাণ করেছে ‘সুপারবয়েজ অফ মালেগাঁও’। ২০২৪ সালের সেপ্টেম্বরে ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (TIFF) চলাকালীন, এটি স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল। ৬৮তম BFI লন্ডন চলচ্চিত্র উৎসবে এবং চতুর্থ রেড সি চলচ্চিত্র উৎসবেও যথেষ্ট প্ৰশংসনীয় ছাপ রেখে গেছে। সম্প্রতি, এটি ৩৬তম পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দৃষ্টি আকর্ষণ করে, ইয়ং সিনেস্ট বিভাগে বিশেষ প্রভাব ফেলেছে।
কেবল ভারতে নয়, এই ছবি মুক্তি পাবে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের প্রেক্ষাগৃহেও। আগামী ২৮শে ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘সুপারবয়েজ অফ মালেগাঁও’।