Music

SVF Music: ‘উলালা’ ফিরেছে নবরূপে, সঙ্গে মিউজিক ভিডিও

২০০৮ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় মুক্তি পেয়েছিল রাহুল-প্রিয়াঙ্কা জুটির ছবি ‘চিরদিনই তুমি যে আমার’। অন্যান্য গানের সঙ্গে জনপ্রিয় হয়েছিল জুন ব্যানার্জীর গাওয়া ‘উলালা’-ও। মাঝে কেটে গিয়েছে দেড়দশকেরও বেশী। সেই গানই SVF Music-এর হাত ধরে ফিরেছে নতুনরূপে।

চলতি সপ্তাহের প্রথমদিকেই মুক্তি পেয়েছিল গানটির নতুন ভার্সন। তারপর থেকেই শ্রোতাদের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে এই গান। বছরের শেষ মাসে পার্টি-মজলিশের পরিমাণ কিছুটা বেশীই থাকে। তাই সেই মাসে মুক্তি পাওয়ায় এ গান হয়ে উঠেছে মরশুমের ‘পার্টি অ্যান্থেম’। বাংলা গানের তালিকায় এক নতুন মাত্রা যোগ করল এই ‘র‍্যাপ সং’।

জনপ্রিয় র‍্যাপার Cizzy-র কম্পোজিশনে এবং কথায় গানটি গেয়েছেন Singini এবং Cizzy স্বয়ং। এই গানের মাধ্যমেই ডেবিউ করলেন Singini। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির জন্য গানটি কম্পোজ করেছিলেন জনপ্রিয় সুরকার, গীতিকার জিৎ গাঙ্গুলী। সেই গানেই আধুনিকতার ছোঁয়া এনেছেন Cizzy-SinGini। গানের অডিও ভার্সন জনপ্রিয় হওয়ার পরে, গতকাল ৬ই ডিসেম্বর মুক্তি পেয়েছে গানটির মিউজিক ভিডিও। গানের মতই ভিডিওর প্রতিটি দৃশ্যে রয়েছে ‘পার্টি’র মেজাজ।

ভিডিওর কমেন্ট সেকশন ভরে গিয়েছে দর্শকদের প্রশংসাবাক্যে। বাংলা ভাষায় এইধরনের গান তৈরী হওয়ায় যথেষ্ট খুশী ভক্তরা। ছোট-বড় একাধিক প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে ‘উলালা’। গানটির মিউজিক ভিডিও দেখা যাচ্ছে SVF Music-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।