Swastika-Paoli: সমস্যার ঝড় সামলাবে দুই ‘পরনির্ভর’ নারী!
একটা শব্দবন্ধ আজকের যুগে খুব প্রচলিত – নারীর ক্ষমতায়ন। স্বনির্ভর, স্বাবলম্বী নারীদের নিয়ে গল্প বোনেন অনেকেই। আর সেই জায়গাতেই নিজেকে আলাদা করে তুলে ধরেছে অর্জুন দত্তর নতুন ছবি। নাম ‘বিবি পায়রা’।
এই একুশ শতকে দাঁড়িয়েও, বহু নারীই সামাজিক বা অর্থনৈতিকভাবে অন্যের উপর নির্ভরশীল। এমনই দুই নারীকে নিয়ে আসছে এই ছবি। তাদের জীবনে হঠাৎই ঘটে কিছু অপ্রত্যাশিত ঘটনা। প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয় দু’জনেই। সেই পরিস্থিতির জাল কেটে বেরিয়ে আসতে গিয়ে তারা নিজেরা তো বিপদে পড়েই, সেইসঙ্গে বিপদে ফেলে নিজেদের প্রিয়জনদেরও। সেইসব বাধা আদৌ তারা পেরোতে পারবে কিনা, সেই গল্পই বলবে ‘বিবি পায়রা’।
ছবির মুখ্য দুই চরিত্রে অভিনয় করছেন দুই স্বনামধন্যা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এবং পাওলি দাম। দু’জনেই নিজের নিজের দক্ষতায় বরাবর মন জিতেছেন দর্শকদের। এর আগে দু’টি ছবিতে (গুলদস্তা, শ্রীমতী) অর্জুনের সঙ্গে কাজও করেছেন স্বস্তিকা। তবে হ্যাটট্রিকের জন্য এর চেয়ে ভালো চরিত্র যে হয় না, তা নিজেই বলেছেন অভিনেত্রী। স্বস্তিকা ও পাওলি ছাড়াও, এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনিন্দ্য সেনগুপ্ত, অনির্বাণ চক্রবর্তী, সুব্রত দত্ত, অঙ্কিতা মাঝি, ভবানী মুখোপাধ্যায়, লোকনাথ দে প্রমুখ।
অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন, ‘গুলদস্তা আর শ্রীমতীর পরে অর্জুনের সঙ্গে এই আমার তৃতীয় কাজ। হ্যাটট্রিকের জন্য এর চেয়ে ভালো চরিত্র হয় না। আর এরকম অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে পারাও একটা পাওনা। আমাদের জীবনের কঠিন সময়টাকে আমরা হাসিমুখে পেরোতে শিখি। কিন্তু সেটা করি কি? সেই বিষয়কে স্পর্শ করবে এই গল্প।’
ছবির আরেক মুখ্য চরিত্রে অভিনয় করছেন পাওলি দাম। তিনি জানান, ‘প্রথমবার স্ক্রিপ্ট শোনার সময় থেকেই আমি জানি, যে আমি এই চরিত্রটা করব। এই ধরনের চরিত্র সচরাচর লেখা হয় না। এরকম একটা স্পেশাল প্রোজেক্টে অর্জুনের সঙ্গে কাজ করতে পেরে আমি ভীষণ খুশি।’
অভিনেতা অনির্বাণ চক্রবর্তী বলেন, ‘এই প্রথমবার অর্জুনের সঙ্গে কাজ করছি। ওর আগের কাজগুলোর থেকে এই ছবিটার অ্যাপ্রোচ খুব আলাদা। স্ক্রিপ্ট শুনেই আমার ভালো লেগেছে। এই ধরনের চরিত্র আমি আগে করিনি। স্বস্তিকা, পাওলি, অনিন্দ্য এদের সবার সাথেই আলাদা আলাদা করে কাজ করেছি, কিন্তু একসাথে এই প্রথম।’
অভিনেতা সুব্রত দত্ত জানিয়েছেন, ‘কথা ছিলো কাজ করবো কিন্তু হয়ে উঠছিল না, সেই রকম দুজন গুণী মানুষের সাথে প্রথম বার কাজ করবো এই “বি বি পায়রা” ছবিতে, পরিচালক অর্জুন দত্ত এবং অভিনেত্রী পাওলি দাম। এই সুযোগ দেওয়ার জন্য প্রযোজক প্রদীপ কুমার নন্দীকে ধন্যবাদ।’
ছবিটি সম্পর্কে কথা বলতে গিয়ে পরিচালক অর্জুন দত্ত বলেন, ‘একাধিক কারণে এই ছবিটা আমার কাছে অন্যরকম। এই ছবির হাত ধরেই আমি শহুরে গল্প বলার ধাঁচ থেকে সরে এসেছি। আবার, প্রায় এক দশক পরে একসঙ্গে কাজ করছেন স্বস্তিকা আর পাওলি। তাছাড়া, এধরনের গল্প নিয়ে এই প্রথম কাজ করছি আমি।’ আলাদা করে বাকি অভিনেতাদের কথাও উল্লেখ করেছেন তিনি। প্রযোজক প্রদীপ কুমার নন্দীকে ধন্যবাদ জানিয়েছেন সকলেই।
ছবির কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন অর্জুন দত্ত ও আশীর্বাদ মৈত্র। মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্ব রয়েছে সৌম্য ঋতের কাঁধে।