Hypokrites: রবিবারের সন্ধ্যেয় ফের মঞ্চ মাতাবে ‘তবে তাই’
সত্য আর মিথ্যার মাঝে দাঁড়িয়ে থাকে একটা সূক্ষ্ম দেওয়াল, যার নাম দৃষ্টিভঙ্গি। অথচ এই সহজ কথাটাই বুঝতে চাই না আমরা। ‘Hypokrites’ নাট্যদলের নাটক ‘তবে তাই’-এর মূল ভাবনা আসলে এখান থেকেই।
বনানীদেবী নামের এক বৃদ্ধাকে সঙ্গে নিয়ে এক দম্পতি একটি পাড়ায় বাড়ী ভাড়া নেয়। স্বামী, স্ত্রী থাকেন অন্য ফ্ল্যাটে, অথচ বৃদ্ধা থাকেন একা। তিনজনের মধ্যে আসল সম্পর্কটাই বা কী? তাদের এসব অদ্ভুত আচরণে বাড়ীওয়ালা ও পাড়ার লোকজনের মনে কৌতূহল জাগে। আসল ‘সত্যি’টা কী? বারংবার তারা মনের ধন্দ দূর করার চেষ্টা করে। কিন্তু সফল হয় কি? সে গল্পই বলে ‘Hypokrites’-এর নাটক ‘তবে তাই’। আজ রবিবার, আবারও মঞ্চস্থ হতে চলেছে এই নাটক।
নোবেলজয়ী ইতালিয়ান নাট্যকার Luigi Pirandello একটি নাটক লিখেছিলেন। তার নাম দিয়েছিলেন, ‘Right You Are (If You Think So)’। সেই নাটকটি অবলম্বনে প্রতীক দত্ত লিখেছেন ‘তবে তাই’। ‘প্রতীক দত্ত’, নামটা চেনা ঠেকছে কি? স্বাভাবিক। অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত ‘মন্দার’ এবং ‘বল্লভপুরের রূপকথা’-র চিত্রনাট্য লিখেছিলেন তিনি। এই নাটকের আবেগ হয়ত আর পাঁচটা নাটকের থেকে সামান্য বেশী।
কোভিডকালে প্রায় তিন-চারবছর কোনো নাটক মঞ্চস্থ করতে পারেনি ‘Hypokrites’। ২০২৩ সালের ১৯শে ফেব্রুয়ারি এই নাটকের হাত ধরেই মঞ্চে ফেরেন তাঁরা। নাটকটি পরিচালনা করছেন সুস্নাত ভট্টাচার্য্য। ২০০৬ সাল থেকে নাট্যজগতের সঙ্গে যুক্ত সুস্নাত। তবে এই নাটকের হাত ধরেই পরিচালনায় হাতেখড়ি হয়েছিল তাঁর। পরিচালনার পাশাপাশি করেছেন অভিনয়ও। সুস্নাত ছাড়া এই নাটকে অভিনয় করতে দেখা যাবে আভেরী সিংহ রায়, সত্যম ভট্টাচার্য, অনিন্দ্য সাঁই, শাশ্বতী সিনহা প্রমুখকে।
কেমন ছিল এই নাটক পরিচালনার অভিজ্ঞতা? 71/1 MB যোগাযোগ করেছিল পরিচালকের সঙ্গে। সুস্নাতর কথায়, ‘নাটকটা পড়ার সময়ই খুব রোমাঞ্চ বোধ হয়েছিল আমাদের। চরিত্রগুলোর জন্য খুব ভাল অভিনেতা-অভিনেত্রী প্রয়োজন ছিল আমাদের। সৌভাগ্যবশত, আমরা পরিচিতদের মধ্যেই তেমন মানুষ পেয়ে গিয়েছি।’ এই নাটকে বৃদ্ধার চরিত্রে অভিনয় করছেন আভেরী সিংহ রায়। সুস্নাত বলেন, ‘আমি নিজেও ভাবিনি, এই বয়সে দাঁড়িয়ে আভেরী যে বয়সের অভিনয় করবে, সে বয়সটাকে ও ছুঁতে পারবে এত ভাল করে। যাঁরা নাটকটা দেখেছেন, তাঁরা অনেকেই ভূয়সী প্রশংসা করেছেন আভেরীর।’
দলের প্রত্যেকের সঙ্গেই কাজ করে খুশী সুস্নাত। এই নাটকে আলোকসজ্জার দায়িত্ব সামলেছেন শুভঙ্কর দে। পোশাক পরিকল্পনা করেছেন অমৃতা মুখোপাধ্যায়, রূপসজ্জার দায়িত্বে সুরজিৎ পাল, মঞ্চসজ্জা করেছেন অম্বরীশ দাস এবং অজিত রায়। সুস্নাত জানান, এ নাটকের মিউজিক তৈরী হয়েছে একেবারে অন্যভাবে। আর সেই মিউজিক তৈরীর গুরুভার সামলেছেন অর্ণব দাস।
এর আগেও জ্ঞানমঞ্চে মঞ্চস্থ হয়েছে ‘তবে তাই’। কুড়িয়েছে ভূয়সী প্রশংসা। সুস্নাত বলছিলেন, ‘আমি ভাবিনি আমি এত বড় দায়িত্ব সামলাতে পারব, এই নাটকের পরিচালনা আমার সাহস বাড়িয়ে দিয়েছে অনেকটা।’
আজ, ১৫ই ডিসেম্বর আবার জ্ঞানমঞ্চে ফিরছে এই নাটক। শো শুরু হবে সন্ধ্যে সাড়ে ছ’টায়। ফের একবার দর্শকদের মন স্পর্শ করতে চলেছেন টিম Hypokrites।