Toofan: শাকিব-ঝড়ে মেতেছে বাংলাদেশ, তারকারাও করলেন প্রশংসা

কথামত, ঈদ-উল-আধাতে মুক্তি পেয়েই বাংলাদেশে ঝড় তুলেছে রায়হান রফি পরিচালিত ‘তুফান’। মেগাস্টার শাকিব খান ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, এপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং ওপার বাংলার অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ইতিমধ্যেই বাংলা চলচ্চিত্রজগতে আলোড়ন তুলেছে ‘তুফান’।

গত ২৪শে জুন ছিল এই ছবির স্পেশাল স্ক্রিনিং। মীরপুর সোনি স্কোয়্যার স্টার সিনেপ্লেক্সের সেই স্ক্রিনিং ছিল দেখার মত। আরিফিন শুভ, মোনালিসা, আফসানা আরা বিন্দু, নুসরত ইমরোজ তিশা, জিয়াউল রোশন, সুবর্ণা মুস্তাফা, পরিচালক বদরুল আনাম সৌদ, পরিচালক আদনান আল রাজীব, পরিচালক শিহাব শাহীন, সঙ্গীতশিল্পী প্রিন্স মাহমুদ, রুনা খানসহ বহু তারকাই উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। তবে সমস্ত অনুষ্ঠানে বারংবার নজর কাড়ছিলেন মেগাস্টার শাকিব খান।

কেবল তাই নয়, ‘তুফান’-এর কলাকুশলীরা বিশেষ সম্মানও পেয়েছেন এই স্পেশাল স্ক্রিনিংয়ে। ছবির গান শুনে প্রেক্ষাগৃহ ভরে উঠেছিল তারকাদের ‘সিটি’র শব্দে। ছবির কিছু গানের সঙ্গে পা মেলাতেও দেখা গিয়েছে তাঁদের। ‘তুফান’-এর প্রত্যেকটি দৃশ্য এবং গান যে উপভোগ করেছেন তাঁরা, হাততালির আওয়াজে তা একেবারেই স্পষ্ট।

দুই বাংলার উদ্যোগে মিলিতভাবে তৈরী হওয়া ‘তুফান’ প্রযোজনাও করছে দুই বাংলার নামীদামী তিন প্রযোজনা সংস্থা। ‘Alpha-i’, ‘Chorki’ এবং এপার বাংলার অন্যতম বৃহৎ প্রযোজনা সংস্থা ‘SVF’-এর প্রযোজনায় আসতে চলেছে এই ছবি। ছবির নাম ঘোষণা থেকে পোস্টার মুক্তি থেকে ট্রেলার মুক্তি, সবসময়েই শিরোনামে ছিল ‘তুফান’। টিজার-ট্রেলারে বিধ্বংসীরূপে ধরা দিয়েছিলেন তুফানরূপী শাকিব খান। মূল পোস্টারে অবশ্য তাঁর প্রেমিক অবতারের স্পর্শ পেয়েছিলেন অনেকেই।

তারপর দিন যত এগিয়েছে, তত বেশী দর্শক ভালবাসছেন ‘তুফান’কে। উন্মাদনা ক্রমশই বাড়ছে এই ছবি নিয়ে। বলা হচ্ছে, ইতিহাস গড়তে চলেছে মেগাস্টার শাকিব খানের এই ছবি। আন্তর্জাতিক স্তরে ছবিটি মুক্তি পেতে চলেছে আগামীকাল, ২৮শে জুন।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top