প্রয়াত বিখ্যাত তবলাবাদক জাকির হুসেন
বছরশেষে ফের দুঃসংবাদ। প্রয়াত সঙ্গীতজগতের অন্যতম স্তম্ভ। ৭৩ বছর বয়সে জীবনাবসান হল বিখ্যাত তবলাবাদক জাকির হুসেনের।
অসুস্থ ছিলেন বেশ কিছুদিন ধরেই। ভুগছিলেন হৃদযন্ত্রের সমস্যায়। শেষ দু’সপ্তাহ ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। আজ সকালে, সানফ্রান্সিসকোর এক হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন তিনি। উস্তাদ জাকির হুসেনের গুরুতর অসুস্থতার কথা সংবাদমাধ্য়মে প্রথম জানিয়েছিলেন তাঁর শ্যালক।
১৯৫১ সালে মুম্বইতে জন্মগ্রহণ করেন উস্তাদ জাকির হুসেন। তবলা শিখতে শুরু করেছিলেন বাবার কাছে, তিনবছর বয়সে। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণের মত একাদিক সম্মান পেয়েছেন তিনি। তিন বার গ্রামি পেয়েছেন শিল্পী। ১৯৯৯ সালে পেয়েছেন আমেরিকার সর্বোচ্চ অসামরিক সম্মান।
এবছর ‘স্বরসম্রাট উৎসব’-এ যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শারীরিক অবস্থার অবনতির কারণে আসতে পারেননি উস্তাদ জাকির হুসেন। দু’দিনের এই ফেস্টিভ্যাল শেষ হল আজই। আর সেইদিনই শেষ হল সঙ্গীতজগতের এক উজ্জ্বল নক্ষত্রের পথচলা।