‘ইয়ে রিশতা কেয়া ক্যাহেলাতা হ্যায়’ দেখে হিনা খানকে ভালবেসেছেন অনেকেই। অভিনেত্রীর ভক্তরা নিজেদের চিহ্নিত করেন ‘হিনাহোলিকস’ নামে। কিন্তু সেই ভক্তদের মন ভেঙেছে স্বয়ং অভিনেত্রীরই করা একটি পোস্টে। আসলে গত বৃহস্পতিবার হঠাৎই শোনা যায় অভিনেত্রী নাকি থাইরয়েশ ক্যান্সারে আক্রান্ত। তবে সেখবর বিশ্বাস করতে নারাজ ছিলেন অনেকেই। তবে সব কানাঘুষোর শেষ হল অভিনেত্রীর নিজের পোস্ট দিয়েই। সত্য-মিথ্যা-গুজব সবকিছুর উত্তর ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন তিনি।
নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হিনা জানান, কর্কটরোগ বাসা বেঁধেছে তাঁর শরীরে। তিনি লেখেন, ‘হিনাহোলিকস এবং আমার সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই, স্টেজ থ্রি স্তন ক্যান্সার ধরা পড়েছে আমার। তবে হ্যাঁ, সকলকে জানাই, এতটা কঠিন লড়াই সত্ত্বেও, আমি ভাল আছি।’ অভিনেত্রী এও জানান, যে তাঁর চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। সকলের ভালবাসা এবং আশীর্বাদ যে তাঁর কাছে কতটা মূল্যবান, সেটা উল্লেখ করতেও ভোলেননি হিনা। তিনি বলেন, এই কঠিন সময়ে যদি কোনো অনুরাগী তাঁর সঙ্গে নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন, তাহলে উপকৃত হবেন তিনি।
একসময়ে টেলিভিশনের সর্বাধিক বাজেটের অভিনেত্রী ছিলেন হিনা। ছোট্ট, সাধারণ, মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা হিনা নিজের পরিশ্রম আর দক্ষতার জোরেই হয়ে উঠেছিলেন জনপ্রিয়। সেই অভিনেত্রীর এমন মারণরোগের কথা শুনে মনমরা সকলেই। তবে মনোবল ভাঙেনি হিনার। ‘সেরে উঠবই’, আত্মবিশ্বাসী অভিনেত্রী, একই প্রার্থনা করছেন ভক্তেরাও।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।