Entertainment

এবার জানুয়ারিতেই ‘লিটারারি ফেস্টিভ্যাল’, থাকছেন বিশিষ্ট ব্যক্তিত্বেরা

আন্তর্জাতিক বইমেলা শুরু হতে এখনো কিছুটা দেরি। তার আগেই সাহিত্যপ্রেমীদের জন্য এল সুখবর। শীঘ্রই শুরু হতে চলেছে ‘Apeejay Kolkata Literary Festival 2025’।

দক্ষিণ কলকাতার বুকে, পার্কস্ট্রীট চত্বরে প্রায় একশো বছরেরও বেশী সময় ধরে দাঁড়িয়ে আছে ‘Oxford Bookstore’। সমগ্র ভারতে এই একটিমাত্র ‘বইয়ের দোকান’ই ‘Apeejay Kolkata Literary Festival’, ‘Apeejay Bangla Sahitya Utsob’ এবং ‘Apeejay Hindi Sahitya Utsob’-এর মত অনুষ্ঠান পরিচালনা করে। সদ্য গতবছর দেড় দশকে পা দিয়েছে ‘Apeejay Kolkata Literary Festival’। গতবছর এই অনুষ্ঠান হয়েছিল ফেব্রুয়ারি মাসে। তবে এ-বছর ১০ই জানুয়ারি শুরু হবে তাদের ষোলোতম উৎসব। চলবে আগামী ১২ই জানুয়ারি পর্যন্ত।

এবারেও, ‘Alliance Française du Bengale’-এ অনুষ্ঠিত হবে ‘Poetry Café’। তাছাড়া OJLF (Oxford Junior Literary Festival) পরিচালিত হবে পার্কস্ট্রীটে, ‘Oxford Bookstore’-এই। ‘জুনিয়র’ বিভাগের অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হবে সকালের দিকেই। সুতপা বসু, মধুরিমা বিদ্যার্থী, শোভা থারুর শ্রীনিবাসন, শতাব্দী দাস, নাদিয়া ইমাম, হেমাঙ্গিনী দত্ত মজুমদার, শবনম মিনওয়ালার মত ব্যক্তিত্বদের কাছে সাহিত্য-সংক্রান্ত একাধিক বিষয় বাচ্চারা শিখবে মজার মোড়কে।

‘Alliance Française du Bengale’-এ ‘Poetry Café’ অনুষ্ঠিত হবে বিকেল থেকে। থাকছে ‘A Medley Of Voices’, ‘Love Beyond Borders’-এর মত অনুষ্ঠান। বিভিন্ন ভাষায় হবে কবিতাপাঠ। স্বরচিত কবিতাপাঠের জন্য থাকছে ওপেন মাইকের সুযোগও।

মূল অনুষ্ঠান শুরু হবে ১০ই জানুয়ারি সকাল ১১টায়। প্রধান অতিথি হিসেবে থাকছেন বিখ্যাত সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ। সদ্যপ্রয়াত সুদক্ষ চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগালের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি উদ্বোধন করবেন অনুষ্ঠান। প্রকাশিত হবে অর্জুন সেনগুপ্ত্র নতুন বই ‘Shyam Benegal: Film-maker of the Real India’। সকাল থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত পর্যন্ত। স্থানভেদে মহাকাব্যের রকমফের থেকে ‘অক্সফোর্ড বুকস্টোর বুক কভার ২০২৫’-এর শর্টলিস্টেড শিল্পীদের নাম-ঘোষণা – তিনদিন ধরে চলবে নানাবিধ অনুষ্ঠান। উপস্থিত থাকবেন সন্দীপ রায়, অনিতা অগ্নিহোত্রী, আশিষ নন্দী, সলিল ত্রিপাঠী, মণিশঙ্কর আইয়ার প্রমুখ। কাদম্বিনী গাঙ্গুলী, লেডি অবলা বোসকে নিয়ে চলবে ঋদ্ধ আলোচনা।

তিনদিনব্যাপী এই অনুষ্ঠানের হসপিটালিটি পার্টনার হিসেবে থাকছে ‘Kenilworth Hotel’; রিফ্রেশমেন্ট পার্টনার হিসেবে থাকছে ‘Cha Bar’; গিফটিং পার্টনার হিসেবে থাকছে ‘Flurys’; ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে ‘Navkrit’, রেডিও পার্টনার হিসেবে থাকছে ‘93.5 Red FM’।

‘Oxford Bookstore’-এর এই উদ্যোগ যে সত্যিই অভিনব, তা আর বলার অপেক্ষা রাখে না। তারা সত্যিই কেবল বইয়ের দোকান নয়, একশোবছর পেরিয়ে ‘Oxford Bookstore’ তার চেয়ে আরো অনেকটা বেশী কিছু।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।