চলতি বছরের পুজোতেই মুক্তি পেয়েছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘বহুরূপী’। জয় করেছে অগণিত মানুষের মন। SVF Cinemas-এর হাত ধরে এই ছবি ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের কোণায় কোণায়। তাই ‘বহুরূপী’র বক্সঅফিস কাঁপানো সাফল্য উদ্যাপন করল তারা।
সারা দেশে ১৫কোটি টাকা আয় করেছে ‘বহুরূপী’। তারমধ্যে ২ কোটি আয় করেছে কেবল SVF Cinemas-এর হাত ধরেই। অন্যদিকে, ধীরে ধীরে গোটা রাজ্যেই বড়পর্দা ফিরিয়ে আনতে চলেছে SVF Cinemas। সদ্য হাওড়া ময়দানে, রাজ্যের আঠারোতম জেলায় নিজেদের নবতম ‘সিনেমাহল’ উদ্বোধন করেছে তারা। ‘বহুরূপী’র সাফল্যের সঙ্গে তাই উদযাপিত হয়েছে সেই আনন্দও।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এছাড়াও, ছবির মুখ্য চরিত্রের অভিনেতা আবীর চট্টোপাধ্যায়কেও দেখা গিয়েছে এই অনুষ্ঠানে। ছবির ‘ডাকাতিয়া বাঁশি’, ‘তুই আমার হয়ে যা’ এবং ‘শিমূল পলাশ’ গানতিনটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে। সেই তিন গানের গায়িকা শ্রেষ্ঠা দাসও এসেছিলেন এইদিন।
পরিচালক নন্দিতা রায় বলেন, ‘বহুরূপীর অভূতপূর্ব সাফল্য আমাদের কাছে পুরস্কারস্বরূপ।’ তিনি যোগ করেন, SVF Cinemas-এর এই নতুন প্রেক্ষাগৃহে এই আনন্দ উদ্যাপন করতে পেরে তাঁরা গর্বিত।
পরিচালনার পাশাপাশি ছবিটিতে অভিনয়ও করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবির এই সাড়াজাগানো সাফল্যে স্বাভাবিকভাবেই খুশী তিনিও। তিনি বলেন, ‘SVF Cinemas-এর এই বিশাল নেটওয়ার্কের মাধ্যমে আমরা সারা বাংলার মানুষের কাছে পৌঁছতে পেরেছি।’ SVF Cinemas-এর VP রুদ্রপ্রসাদ দাঁ বলেন, ‘এই বাইশতম প্রেক্ষাগৃহ এবং ৪৬, ৪৭, ৪৮তম স্ক্রিন খোলার মাধ্যমে আমরা রাজ্যের বৃহত্তম সিনেমা নেটওয়ার্কের স্বীকৃতি পেলাম।’
ছবি মুক্তির আগেই জানা গিয়েছিল, বাংলায় ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা অবলম্বনেই তৈরী হয়েছে এই ছবি। ছবিতে আবীর ছাড়াও দেখা গিয়েছে ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং বর্ষীয়ান অভিনেতা প্রদীপ ভট্টাচার্য্যকে।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।