বিয়েবাড়ির আনন্দ যাদের ঘিরে, সেই বর-কনের জীবনেই যদি শনি নেমে আসে আচমকা, পরিস্থিতিটা ঠিক কেমন হয় বলুন তো! হইচই (Hoichoi) ওটিটি প্ল্যাটফর্মের আগামী ওয়েবসিরিজ ‘কালরাত্রি’ নিয়ে উন্মাদনা ছিল বরাবরই। গতকাল, ২৩শে নভেম্বর মুক্তি পেল সেই ওয়েবসিরিজের ট্রেলার।
থ্রিলার এই সিরিজের ট্রেলারে মুহূর্তে মুহূর্তে স্পষ্ট হয়েছে রহস্য, ষড়যন্ত্র, আর অপরাধপ্রবণতার ছাপ। বিশেষ এক কারণে বাড়ির মেয়ে দেবীকে বিয়ে দেওয়া হচ্ছে বনেদীবাড়ীর ছেলে রুদ্রর সঙ্গে। কিন্তু বিয়ের আগেই, ভবিষ্যৎদ্রষ্টা এক বন্ধুর কাছ থেকে হবু স্বামীর অস্বাভাবিক মৃত্যুর আগাম সংবাদ পায় সে। সেই ভবিষ্যৎবাণী সফল হতেও সময় লাগে না খুব। রুদ্রর খুনের তদন্ত করতে এসে অফিসার খোঁজ পান একাধিক সন্দেহভাজনের। আদৌ কি এই রহস্যের জট ছাড়ানো যাবে? সেই উত্তরই দিতে আসছে ‘কালরাত্রি’।
সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা। এছাড়াও দেখা যাবে ইন্দ্রাশিস রায়, রাজদীপ গুপ্ত, রূপাঞ্জনা মিত্র, সৈরিতী বন্দ্যোপাধ্যায়, অনুজয় চট্টোপাধ্যায়, দেবেশ চট্টোপাধ্যায়, সম্পূর্ণা মণ্ডল প্রমুখকে। অয়ন চক্রবর্তী পরিচালিত এই ওয়েবসিরিজের কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপের দায়িত্ব সামলেছেন পরিচালক স্বয়ং।
বিয়ের মাসে, আগামী ৬ই ডিসেম্বর হইচইতে মুক্তি পাবে ‘কালরাত্রি’। স্পষ্টতই, অসংখ্য ‘সাসপেক্ট’, একাধিক ‘স্ট্রং মোটিভ’ এবং রহস্যময় এক বনেদীবাড়ী জমিয়ে দিতে চলেছে এই মার্ডার মিস্ট্রির আবহ।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।