Hoichoi: শেষ সিরিজে পাড়ি ভূস্বর্গে, মুক্তি পেল ফেলুদার ট্রেলার
ফেলুদা সিরিজের সূচনা গল্প ছিল ‘ফেলুদার গোয়েন্দাগিরি’। সত্যজিৎ রায়ের প্রতি সম্মান জানিয়ে, হইচই (Hoichoi) ওটিটি প্ল্যাটফর্মে সেই নামেই সৃজিত এনেছিলেন ফেলুদাকে নিয়ে তাঁর ওয়েবসিরিজ। এবার, বড়দিনের আগেই, শীতের মরশুমে হইচই (Hoichoi) নিয়ে আসছে তার দ্বিতীয় সিজন।
সত্যজিৎ রায়ের লেখা দুর্দান্ত এক উপন্যাস অবলম্বনে তৈরী সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ওয়েবসিরিজ ‘ফেলুদার গোয়েন্দাগিরি: ভূস্বর্গ ভয়ঙ্কর’। গতকাল, ১৪ই ডিসেম্বর, শনিবার মুক্তি পেল সেই সিরিজের ট্রেলার। গতবার দার্জিলিং ট্যুরের পর, এবার দর্শক ফেলুদার সঙ্গে পাড়ি দেবেন কাশ্মীরে।
গুলমার্গ, খিলানমার্গ এবং পহেলগাঁওতে শ্যুটিং হয়েছে এই সিরিজের। বরফে ঢাকা ভূস্বর্গে নৈসর্গিক সৌন্দর্য্য উপভোগ করতেই গিয়েছিলেন তিনমূর্তি। কিন্তু সেখানে তাঁরা জড়িয়ে পড়েন এক রহস্যের জালে। প্রতারণা, প্রবঞ্চনার সঙ্গে কাহিনীতে যোগ দেয় এক হত্যাকাণ্ড।
এক অবসরপ্রাপ্ত বিচারক সিদ্ধেশ্বর মল্লিক (রজতাভ দত্ত) অতীতজীবনে নিয়েছিলেন এক বিতর্কিত সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত এখনো তাড়া করে বেড়ায় তাঁকে। ফেলুদা, তোপসে, জটায়ুর সঙ্গে আলাপও হয় তাঁর। কিন্তু তারপরেই খুন হন তিনি। হারিয়ে যায় একটা হীরের আংটি। সিদ্ধেশ্বর মল্লিকের ছেলে বিজয় মল্লিক (শাওন চক্রবর্তী), সেক্রেটারী সুশান্ত সোম (ঋদ্ধি সেন)-সহ আরো বহু সন্দেহভাজনের মধ্যে থেকে, কীভাবে হত্যাকারীকে খুঁজে বের করে ফেলুদা, সেটাই দেখার।
প্রথম সিজনের মতই এবারেও ফেলুদা, তোপসে ও জটায়ুর চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে টোটা রায়চৌধুরী, কল্পন মিত্র এবং অনির্বাণ চক্রবর্তী। দেবেশ চট্টোপাধ্যায়, অনিরুদ্ধ গুপ্তকেও দেখা যাবে এই ওয়েবসিরিজে। সত্যজিৎ রায়ের ছবি ‘সোনার কেল্লা’ আর ‘জয় বাবা ফেলুনাথ’-এর কিছু বিখ্যাত অবিস্মরণীয় দৃশ্যের পুনর্নির্মাণ করেছেন সৃজিত। পৌনে তিনমিনিটের ট্রেলারেও মিলেছে তার ঝলক। রম্যদীপ সাহার সিনেমাটোগ্রাফিতে মিলেছে কাশ্মীরকে দু’চোখ ভরে দেখার সুযোগও।
সৃজিতের কথায়, ‘ফেলুদা শুধু একজন গোয়েন্দা নয়, ফেলুদা আমাদের কালচারাল আইকন। এই সিজনে নৈতিক দ্বিধাদ্বন্দ্বগুলোকে আরো ভাল করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা। কাশ্মীরের স্নিগ্ধ অথচ রহস্যে ঘেরা পরিবেশ আলাদা মাত্রা যোগ করেছে গল্পে।’ সৃজিত জানান, এই ওয়েবসিরিজের হাত ধরেই তিনি শেষ করছেন তাঁর ফেলুদা সিরিজের যাত্রা। তাঁর মতে, ফেলুদার যে ক’টি কাহিনীকে নিয়ে ছবি তৈরীর কথা তিনি ভেবেছিলেন, তার সবকটিই পর্দায় আনা হয়ে গিয়েছে।
আগামী ২০শে ডিসেম্বর হইচই-এর পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’।