EntertainmentTollywood

Chaalchitro Trailer: চার পুলিশের জালে কি ধরা পড়বে সিরিয়াল কিলার?

কলকাতা শহরের বুকে দাপিয়ে বেড়াচ্ছে এক সিরিয়াল কিলার। নাকানিচোবানি খাওয়াচ্ছে দুঁদে সব পুলিশ অফিসারদের। চালনা করছে ভুল পথে। এত অবধি জেনে যদি গল্পটাকে আপনি চিরাচরিত ‘সিরিয়াল-কিলার কাহিনী’ বলে মেনে নেন, তাহলে সেটা হবে এক মস্ত ভুল।

কথা হচ্ছে প্রতিম ডি গুপ্তার নতুন ছবি ‘চালচিত্র: The Frame Fatale’ নিয়ে। ছবির ট্রেলার মুক্তি পেয়েছে গত ১৩ই ডিসেম্বর। আর এই ছবির সিরিয়াল কিলার কিন্তু আর পাঁচটা কাহিনীর খুনীদের চেয়ে অনেকটাই আলাদা। কারণ তার খুন করার ধরন একেবারেই আলাদা।

বেছে বেছে কেবল নারীদেরকেই হত্যা করে সে। আর হত্যা করেই নিরস্ত হয় না। মৃতদেহগুলিকে লালপাড় সাদাশাড়ীতে সাজিয়ে দেয় খুনী।

সব ছেড়ে সেই খুনীকেই খুঁজে বেড়াচ্ছেন চার দুঁদে পুলিশ অফিসার। স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়ছে তাঁদের ব্যক্তিগত জীবনে। আদৌ কি তাঁরা ধরতে পারবেন এই সিরিয়াল কিলারকে? সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে মাত্র দিনচারেক। আগামী ২০শে ডিসেম্বর ‘চালচিত্র: The Frame Fatale’ আসছে প্রেক্ষাগৃহে।

ছবিতে অভিনয় করতে দেখা যাবে একাধিক বলিষ্ঠ অভিনেতা-অভিনেত্রীকে। চার পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন টোটা রায়চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, অনির্বাণ চক্রবর্তী এবং ইন্দ্রজিৎ বোসকে। উত্তর কলকাতার ছেলে হলেও, এই ছবির হাত ধরেই বাংলা ছবিতে ডেবিউ করছেন শান্তনু।

এই চারজন ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন ব্রাত্য বসু, রাইমা সেন, অনিন্দিতা বোস, স্বস্তিকা দত্ত, তনিকা বসু, প্রিয়া ব্যানার্জী প্রমুখ। দুই বাংলার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকেও এই ছবিতে দেখা যাবে অন্যরূপে।

‘Friends Communication’ প্রযোজিত এই ছবিতে, প্রতিম ডি গুপ্তা এবং ঋতম সেনের কথায় গান গাইবেন ঊষা উত্থুপ, রূপম ইসলাম এবং ইমন চক্রবর্তী। এর আগে ‘সাহেব বিবি গোলাম’, ‘মাছের ঝোল’, ‘টুথ পরী’র মত দুর্দান্ত সব ছবি দর্শকদের উপহার দিয়েছেন প্রতিম। তাঁর এই ছবি নিয়েও তাই মানুষের প্রত্যাশা অনেকটাই।

 

 

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।