EntertainmentTollywood

Anupam Roy: খুন-রক্ত-ষড়যন্ত্রের মাঝে কষ্ট কমার গান অনুপমের

রুদ্ধশ্বাস রহস্যগল্প নিয়ে বড়পর্দায় আসছে মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘ভাগ্যলক্ষ্মী’। ডিসেম্বরের প্রথমেই মুক্তি পেয়েছিল ছবির টিজার। এসেছে ছবির ট্রেলারও। আর নতুন বছরে, মুক্তি পেয়েছে ছবির প্রথম গান ‘কষ্ট কমে যায়’।

প্রায় মিনিটতিনেকের এই গানের কথা লিখেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক অনুপম রায়। গানটির সুরকার এবং গায়কও তিনিই। গোটা গানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছবির বিভিন্ন মুহূর্তের ঝলক। চরিত্রদের মানসিক টানাপোড়েন, দ্বন্দ্ব, মনের গভীরে লুকিয়ে থাকা আশঙ্কা – সবই যেন ছুঁয়ে গিয়েছে এই গান। সম্পর্কের গল্প বলার জন্যই বেশি পরিচিত ‘চিনি’, ‘একান্নবর্তী’, ‘জেনারেশন আমি’-র পরিচালক মৈনাক ভৌমিক। তবে এবার চেনা ছন্দের বাইরে পা রেখেছেন তিনি। অবশ্য মনস্তত্ত্বের কঠিন ধাঁধা হাজির এ ছবিতেও।

ছবির গল্প অনুযায়ী, ত্রিশোর্ধ্ব এক মধ্যবিত্ত দম্পতি সত্য এবং কাবেরী। সত্য পেশায় সাংবাদিক, কাবেরী প্রাক্তন শিক্ষিকা। তাঁদের পুত্রসন্তানকে তাঁরা পড়াশোনার জন্য পাঠিয়ে দেন দিল্লিতে, বাচ্চাটির কাকার সঙ্গে। কিন্তু আর্থিক অস্বাচ্ছন্দ্য ভাঁজ ফেলে তাঁদের কপালে।

হঠাৎ, অপ্রত্যাশিত বাঁক নেয় তাঁদের নিস্তরঙ্গ জীবন। তাঁদের বাড়ীতে একরাতের জন্য এসে, অতিরিক্ত মাদকসেবনের ফলে মৃত্যু হয় স্বল্পপরিচিত অতিথি সায়নের। উদ্ধার হয় একটা টাকাভর্তি সুটকেস। অজান্তেই তারা জড়িয়ে পড়ে অপরাধের এক অন্ধকার, ভয়ঙ্কর জালে।

কী হবে এরপর? সে গল্পই বলবে ‘ভাগ্যলক্ষ্মী’। ঋত্বিক চক্রবর্তী, শোলাঙ্কি রায় ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে দক্ষ বর্ষীয়ান অভিনেতা রতন সরখেল, স্বস্তিকা দত্ত, লোকনাথ দে, নীল মুখোপাধ্যায়, সুব্রত দত্ত, যুধাজিৎ সরকার, দেবপ্রিয় মুখোপাধ্যায়, অনন্যা দাস প্রমুখকে। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক অনুপম রায়। সিনেমাটোগ্রাফির দায়িত্ব রয়েছে শুভদীপ নস্করের হাতে।

‘Nandy Movies’ প্রযোজিত, প্রদীপ কুমার নন্দী নিবেদিত এই ছবি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী পরশু, ১০ই জানুয়ারি।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।