Pratim D Gupta: শুরু হল শ্যুটিং, ‘রান্না বাটি’তে মিশবে সম্পর্কের মশলা!
ক’দিন আগেই তাঁর অ্যাকশন-থ্রিলার ছবি ‘চালচিত্র’ নিয়ে চলছিল তরজা। তবে প্রতিম ডি গুপ্তা এবারে বলবেন সম্পর্কের গল্প। শুরু হল তাঁর আগামী ছবি ‘রান্না বাটি’র শ্যুটিং।
মা-মেয়ের গল্পের কথা বলা হয় অনেক। তবে পরিচালক প্রতিম ডি গুপ্তা এবার বলবেন বাবা-মেয়ের সম্পর্কের গল্প। অবশ্য শুধু বাবা-মেয়ের সম্পর্ক বললে বোধহয় একটু ভুল হবে। কারণ, এই ছবিতে রয়েছে একাধিক স্তর। রয়েছে একজন ‘সিঙ্গল ফাদার’-এর ‘স্ট্রাগল’-এর গল্প, তার নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প, বহুদিন পর জীবনে আবার ভালোবাসার রং ছোঁয়ানোর গল্প।
বছরচল্লিশের এক বিপত্নীক সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেয়ের সঙ্গে যার মনের যোগ প্রায় নেই বললেই চলে! এই ইঞ্জিনিয়ারের চরিত্রেই অভিনয় করছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। আরেক মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সোহিনী সরকার।
এছাড়াও শোলাঙ্কি রায় এবং অনির্বাণ চক্রবর্তীকে দেখা যেতে চলেছে এই ছবিতে। ছবি পরিচালনার পাশাপাশি কাহিনিও লিখেছেন প্রতিম ডি গুপ্তা।
‘নন্দী মুভিজ’ প্রযোজিত এই ছবি সম্পর্কে পরিচালক প্রতিম বলেন, ‘রান্না বাটি আসলে ভালোবাসার উদযাপন। কেবল প্রেম-ভালোবাসা নয়, মা-বাবার সঙ্গে সন্তানের সম্পর্কের গল্প। যে-সম্পর্কগুলো কথা দিয়ে জোড়া যায় না সেই সম্পর্কের ফাটলগুলো কিন্তু বুজিয়ে ফেলতে পারে খাবার।’
ক’দিন আগে, একটি ওয়েবসিরিজে জুটি বেঁধেছিলেন ঋত্বিক-শোলাঙ্কি। অনির্বাণ-ঋত্বিকও সম্প্রতি একসঙ্গে কাজ করেছেন একটি ছবিতে। আবারও এই ছবিতে একসঙ্গে কাজ করবেন তাঁরা। প্রতিমের নতুন এই ছবি কেমন হয়, তা দেখার অপেক্ষাতেই রয়েছেন দর্শকেরা।