ফিরছেন ‘কাকাবাবু’ প্রসেনজিৎ, পরিচালনার ভার কার কাঁধে?
রাজা রায়চৌধুরী। সবার প্রিয় ‘কাকাবাবু’। বিখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের এই চরিত্র নিয়ে উন্মাদনা কম নয়। ইতিমধ্যেই বেশ কয়েকবার বড়োপর্দায় ধরাও দিয়েছেন তিনি। আরো একবার তাঁর ভক্তদের জন্য সুখবর। আসছে ‘কাকাবাবু’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি। আর সেই ছবিতেও কাকাবাবুর চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎই।
SVF এবং NIdeas Creations & Productions-এর যৌথ প্রযোজনায় আসছে এই নতুন ছবি। এর আগে কাকাবাবুর তিন-তিনটে ছবির পরিচালনার দায়িত্ব সামলেছিলেন সৃজিত। তবে এবার পরিচালকের নামে বদল।
ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবিটি পরিচালনা করছেন চন্দ্রাশিস রায়। সম্প্রতি অনুষ্ঠিত হল ছবির শুভ মহরৎ। প্রসেনজিৎ ও চন্দ্রাশিস ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির অন্যান্য কলাকুশলীরাও। জানা গিয়েছে, ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সত্যম ভট্টাচার্য্যকে।
‘মিশর রহস্য’, ‘ইয়েতি অভিযান’ এবং ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, পরিচালক সৃজিতের ঝুলিতে ছিল কাকাবাবুর এই তিন ছবি। তাঁর ছবিতেও কাকাবাবুর চরিত্রে অভিনয় করেছিলেন ইন্ডাস্ট্রির ‘বুম্বাদা’। ভাইপো সন্তুর ভূমিকায় অভিনয় করেছিলেন আরিয়ান ভৌমিক।
তবে সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছিলেন, ‘কাকাবাবু’র গল্প নিয়ে তিনি আর কাজ করবেন না। আর ঠিক সেই কারণেই পরিচালনার ব্যাটনের এই হাতবদল। তবে মহরতের অনুষ্ঠানের পর, অভিনেতাকে ফোন করে অভিনন্দন পরিচালক সৃজিত।
এই নতুন ছবি তৈরি হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘বিজয়নগরের হিরে’ কাহিনি অবলম্বনে। এই উপন্যাসে কাকাবাবুর সঙ্গে অ্যাডভেঞ্চারে পাড়ি দিয়েছিল সন্তু-জোজোও। এবারেও কাকাবাবুর চরিত্রে প্রসেনজিৎ থাকছেন বটে, কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে ‘সন্তু’কে নিয়ে। অনুষ্ঠানে অর্ঘ্য বসুরায়ের উপস্থিতি বাড়াচ্ছে জল্পনা।
রাজা রায়চৌধুরীর এই অ্যাডভেঞ্চারের আস্বাদ নিতে এখনই তৈরি ভক্তেরা। তবে ইতিহাস, অ্যাডভেঞ্চার আর রহস্যে মোড়া এই কাহিনি যে দর্শকদের মন জয় করতে পারবে, সেবিষয়ে নিশ্চিত নির্মাতারা।