Dhonyi Meye: ফিরছে ‘ধন্যি মেয়ে’, প্রথমবার মঞ্চে হবে ফুটবল খেলা

উত্তমকুমার আর জয়া বচ্চনের ‘ধন্যি মেয়ে’ দেখেননি, এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। হাসিমজায় ভরপুর এই ছবি ফুটবলপ্রেমী বাঙালির মনে জায়গা করে রেখেছে পাকাপাকিভাবে। কেমন হবে, সেই ছবি যদি নাটকের রূপ ধরে ফের নতুন করে তৈরী হয় মঞ্চে!

‘এ বং পজিটিভ’ নাট্যদলের পরিকল্পনা তেমনটাই। বিখ্যাত এই চলচ্চিত্রের আধারে তৈরী হচ্ছে তাদের নতুন নাটক ‘ধন্যি মেয়ে’। এই নাটকটির পরিচালনা ও ডিজাইন করছেন বাপ্পা। মিউজিকের দায়িত্বে রয়েছেন মিত্রজিৎ। জানা গিয়েছে, কেবল উত্তম-জয়াই নন, নাট্যদলের কলাকুশলীদের হাত ধরে মঞ্চে ফিরে আসবেন স্বর্ণযুগের বহু তারকা।

দেবলীনা দত্ত এবং সৌম্য ব্যানার্জী মঞ্চে ফুটিয়ে তুলবেন মনসা (জয়া বচ্চন) এবং কালিবাবুর (উত্তম কুমার) চরিত্র। অভিজিৎ গুহ, বিন্দীয়া ঘোষ, সুমিত কুমার রায়, রানা বসু ঠাকুর, রিমি দেবকে দেখা যাবে যথাক্রমে গোবর্ধন চৌধুরী (জহর রায়), রমলা দেবী (সাবিত্রী চ্যাটার্জি), বগলা (পার্থ মুখার্জি ), ডাক্তার (তরুণ কুমার) এবং অনুভা দেবীর ভূমিকায়।

পরিচালক বাপ্পা জানান, ‘একটি জনপ্রিয় বিষয় নিয়ে আমরা কাজ করতে চাইছি। এই মুহূর্তে সমস্ত কঠিন বা রাজনৈতিক পটভূমির বাইরে বেরিয়ে, দর্শককে শুধু বিনোদন দিতে চাইছি আমরা এ বং পজিটিভ।’

তিনি যোগ করেন, ‘আসলে সবাই মন খুলে হাসতে ভুলে গেছেন। সেই হাসি আবার ফিরিয়ে দেবে এই নাটক। আর বাঙালি ফুটবল নিয়ে বেঁচে আছেন, তাই মঞ্চে প্রথমবার বাঙালি ফুটবল খেলবেন, আর একটা ফুটবল স্টেডিয়ামের মধ্যে বসেই দেখবেন এই নাটকটি। সমস্ত পুরনো গান নতুন করে সাজিয়ে তোলা হবে মঞ্চে, যা হবে লাইভ, গোটা নাটক জুড়ে।’

নতুন এই প্রযোজনা নিয়ে যথেষ্ট আশাবাদী নির্মাতারা। তাঁদের সাম্প্রতিক নাটক নাজিয়ার মত এই নাটকও যে দর্শকদের মন জিতে নিতে চলেছে, সে আশা করাই যায়।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top