Alka Yagnik: শ্রবণযন্ত্রের রোগে আক্রান্ত অলকা! কী জানালেন তিনি!

১৯৭৯ সালে গান শোনাতে শুরু করেছিলেন তিনি। সেই থেকে প্রজন্ম-নির্বিশেষে সকল সংগীতপ্রেমীই পড়েছে তাঁর কণ্ঠের প্রেমে। সম্প্রতি জনপ্রিয়তার শিখরে থাকা সেই গায়িকা অলকা ইয়াগনিক নিজেই জানালেন তাঁর শারীরিক সমস্যার কথা।

নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে নিজের একটি কমবয়সের ছবি শেয়ার করেন গায়িকা। সেই ছবির সঙ্গে মর্মস্পর্শী একটি লেখা পোস্ট করেছেন অলকা। সেই পোস্ট থেকেই জানা গিয়েছে তাঁর এই বিরল রোগের কথা। তিনি জানিয়েছেন, ‘কয়েক সপ্তাহ আগে বিমান থেকে নামার সময়ে, হঠাৎই খেয়াল করলাম, আমি চারপাশের কিছুই শুনতে পাচ্ছি না। অনেক ভক্ত, শুভাকাঙ্ক্ষীই জিজ্ঞেস করছিলেন আমি কোথায় আছি, কাজ করছি না কেন! এই কয়েক সপ্তাহ ধরে নিজের সাহস যুগিয়ে আজ নীরবতা ভাঙলাম তাঁদের সকলের জন্য।’

ঠিক কোন রোগে আক্রান্ত বলিউডের জনপ্রিয় এই গায়িকা? সে সংবাদও নিজেই জানিয়েছেন তিনি। ভাইরাল সংক্রমণের কারণেই এমন বিরল স্নায়ুরোগে আক্রান্ত হয়েছেন অলকা, এমনটাই মত চিকিৎসকদের। অলকা জানিয়েছেন এমন বিরল এবং বড় একটি রোগ তাঁকে কাবু করেছে সম্পূর্ণ তাঁর অজান্তেই। তাঁর জন্য প্রার্থনা করতেও ভক্তদের অনুরোধ করেছেন তিনি।

তবে ইনস্টাগ্রামের সেই পোস্টে কেবল নিজের শারীরিক অবস্থার কথা জানাননি তিনি, সকলের জন্য দিয়েছেন একটা গুরুত্বপূর্ণ বার্তাও। হেডফোনে গান শোনা কিংবা খুব বেশী জোরে গান শোনার ক্ষেত্রে সকলকে সতর্ক করেছেন অলকা। তবে তাঁর পোস্টে স্বতঃস্ফূর্তভাবে সহানুভূতি জানিয়েছেন ভক্তেরা। আচমকা গায়িকার এমন শারীরিক অসুস্থতার খবরে মন খারাপ হয়েছে সকলেরই। তবে প্রার্থনার সঙ্গে সঙ্গে সকলেই আশা করছেন, সকলের ভালবাসায় খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন অলকা।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top