Live Entertainment & Love Lifestyle

Saturday, May 24, 2025
Bollywood

পথশিশুদের সঙ্গে জন্মদিন কাটালেন ‘মা কালি’খ্যাত অনুরাগ

জন্মদিনে পথচারী শিশুদের সাথে সময় কাটালেন বলিউড নতুন ছবি “মা কালি” এর সঙ্গীত পরিচালক অনুরাগ হালদার।

জন্মদিনে পথচারী শিশুদের সাথে আনন্দে মাতলেন সঙ্গীত শিল্পী অনুরাগ হালদার। শহরের এক রেস্টুরেন্টে পথচারী শিশুদের সঙ্গে কেক কাটলেন। অভিনেত্রী রাইমা সেন অভিনীত বলিউড ছবি “মা কালি” এর মিউজিক ডিরেক্টর এর দ্বায়িত্বে রয়েছেন অনুরাগ হালদার৷ ছবিতে তার সুরে গান গেয়েছেন শিল্পী সনু নিগম থেকে কৈলাশ খের। কলকাতা শহরে জন্ম হলেও মুম্বাইয়ের নানা প্রজেক্টে কাজ করছেন শিল্পী অনুরাগ হালদার।

শিল্পী অনুরাগ হালদার জানান “জন্মদিনে শিশুদের সাথে সময় কাটাতে পেরে খুব ভালো লাগছে। ওদের মুখে হাসি দেখে নিজেকে ভালো লাগছে। সময় পেলে ওদের কাছে আবারো চলে আসবো, সময় কাটাবো। ওদের থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে খুব আপ্লুত আমি”।

সম্প্রতি গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছে অনুরাগ হালদার এর ছবি “মা কালি”। গোয়া মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন শিল্পী অনুরাগ হালদার কে।

প্রতিবেদনটি সবাইকে শেয়ার করুন ….

Author