Athhoi Trailer: অবিশ্বাসের আগুনে পুড়বে ভিনসুরার ‘অথৈ’

ভালবাসা, বন্ধুত্ব, অবিশ্বাস, বিশ্বাসঘাতকতার মোড়কে আসছে অর্ণ মুখোপাধ্যায় পরিচালিত ‘অথৈ’, এ খবর এখন নতুন কিছু নয়। ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে ছবির টিজার এবং গানও। আজ, ৬ই মে, বৃহস্পতিবার, মুক্তি পেল ছবির ট্রেলার।

আগেই জানা গিয়েছিল, ছবিতে ড. অথৈ লোধার (ওথেলো) চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অর্ণ মুখোপাধ্যায়। ডেসডিমোনার বাংলায় রূপান্তরিত নাম দিয়ামোনা, এবং ইয়াগোর চরিত্রটির নাম ছবিতে রাখা হয়েছে গোগো। দিয়ামোনার চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলবেন অভিনেত্রী সোহিনী সরকার। গোগোর চরিত্রে দেখা যাবে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্যকে।

ট্রেলারে দেখা যাচ্ছে, কেবল কথোপকথনের মাধ্যমে অথৈ-এর মনে সন্দেহ রোপণের চেষ্টা চালাচ্ছে ঈর্ষান্বিত গোগো। এও দেখা যাচ্ছে, তার পাতা ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে অথৈও। দিয়ামোনার সঙ্গে অথৈ-এর সম্পর্কের ভাঙনের শুরুটুকুও স্পষ্ট ট্রেলারেই। শেক্সপীয়রের লেখার মূলভাবটা রাখার সঙ্গে সঙ্গে সাম্প্রতিককালের কিছু বিষয় যোগও করেছেন নির্মাতারা। পৌনে তিনমিনিটের এই ট্রেলারে ছোঁয়া রয়েছে শ্রেণীভেদ প্রথারও।

ভারতীয় প্রেক্ষাপটে শেক্সপিয়রের ক্লাসিক কাহিনী বরাবরই অত্যন্ত উপভোগ্য। আনুমানিক ১৬০৩ সালে লেখা ‘ওথেলো’র কাহিনী সমান প্রাসঙ্গিক আজও। সন্দেহের বীজ একবার মনের মধ্যে ঢুকলে, বিশ্বাসের পোক্ত ভিতও যে নড়ে যাওয়া সম্ভব, তারই যেন প্রমাণ এই কাহিনী। বেশ কিছু বছর আগে, এই কাহিনী ঘিরেই তৈরী হয়েছিল ‘নটধা’ নাট্যদল প্রযোজিত ‘অথৈ’ নাটকটি। অত্যন্ত জনপ্রিয় এই নাটক ‘জিও স্টুডিয়োজ’ এবং ‘SVF’-এর যৌথ উদ্যোগে আসতে চলেছে বড়পর্দায়।

অর্ণ, সোহিনী, অনির্বাণ ছাড়াও এই ছবিতে দেখা মিলবে দিতিপ্রিয়া রায়, অর্পণ ঘোষাল, কৌশিক চক্রবর্তী, মিমি দত্ত, সুমিত পাঁজার। ছবির সৃজনশীল পরিচালকের দায়িত্ব পালন করছেন অনির্বাণ। ছবির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন অর্ণ স্বয়ং। ভালবাসা, প্ররোচনা, সন্দেহ, বিশ্বাসঘাতকতা – সব মিলিয়ে তৈরী হয়েছে তাঁর প্রথম পরিচালিত ছবি ‘অথৈ’। মঞ্চে এই নাটক অনেকেই দেখেছেন একাধিকবার। বড়পর্দায় কেমন হবে এই কাহিনী? উত্তর মিলবে আগামী ১৪ই জুন।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top