Rahul Roy in Bengali Film:আশিকি’-খ্যাত রাহুল রায় পা রাখছেন টলিপাড়ায়!

টলিউডের পাশাপাশি বলিউড ছবিতেও কাজ করে চলেছেন, এমন অভিনেতা-অভিনেত্রীর সংখ্যা নেহাত কম নয়। অমিতাভ বচ্চন থেকে ঐশ্বর্যা রাই, বাংলা ছবিতে কাজ করেছেন বলিপাড়ার শিল্পীরাও। সম্প্রতি জানা গিয়েছে, এই তালিকায় যুক্ত হতে চলেছেন রাহুল রায়ও।


রাহুল রায় হিন্দি ছবি ‘আশিকি’’-এ দর্শকদের মন কেড়েছিল তাঁর অভিনয়। সে অবশ্য অনেকদিন আগের কথা। তারপরেও, বহু হিন্দি ছবিতে কাজ করেছেন অভিনেতা। তবে এই প্রথম টলিউডের জগতে পা রাখতে চলেছেন তিনি। পরিচালক বাবাই সেনের ‘মিহিরা’ ছবির হাত ধরে তিনি ডেবিউ করবেন বাংলা ছবিতে।
বাংলা ইন্ডাস্ট্রির দর্শকদের মধ্যে থ্রিলার ঘরানার চাহিদা এখন যথেষ্ট বেশী। ‘মিহিরা’ও তেমনই একটি থ্রিলার জঁরের ছবি। তবে রহস্যের সঙ্গেই ছবিতে বেশ কয়েকটি গান থাকবে, তার মধ্যে একটি নাচের গানও থাকছে। এই ছবিতে একেবারে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করছেন রাহুল।


রাহুল রায়ের সঙ্গে এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় বিশ্বাস, সজল বর্মন, কৃতি চক্রবর্তী, প্রদীপ বর্মন, সজল বর্মন এবং আরো অনেকে। উত্তরবঙ্গের অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য্যের মাঝেই সম্পন্ন হবে পুরো ছবির শ্যুটিং।


ছবির পরিচালক বাবাই সেন জানান, ‘আমাদের শ্যুটিং এই মাসের শেষে শুরু হবে। রাহুল রায়ের সঙ্গে ইতিমধ্যেই আমাদের সমস্ত কথা হয়ে গিয়েছে। একটি ভিন্নধরনের চরিত্রে তাঁকে দেখা যাবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে ছবিটা।’
সজল বর্মন প্রযোজিত এই ছবির তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন ‘চিরাগ গ্রুপ অফ কোম্পানি’। চলতি বছরেই, খুব তাড়াতাড়ি বড়পর্দায় আসতে চলেছে থ্রিলার ঘরানার ছবি ‘মিহিরা’।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top