Live Entertainment & Love Lifestyle

EntertainmentTollywood

মুক্তি পেল ট্রেলার, প্রিয়াঙ্কা-জয়দীপদের রহস্য ভেদ করবেন সুব্রত?

ঠিক একমাস আগে মুক্তি পেয়েছিল ফার্স্টলুক পোস্টার। নতুনধাঁচের এই রহস্য ছবি নিয়ে চলছে চর্চাও। সম্প্রতি মুক্তি পেল সেই ‘মুখোশে মানুষে খেলা’ ছবির ট্রেলার।

দক্ষিণ কলকাতার বুকে জমজমাট এক অনুষ্ঠানের মাধ্যমেই মুক্তি পেল ছবিটির ট্রেলার। ষড়যন্ত্র, খুন, বিশ্বাসঘাতকতার মিশেলে তৈরি এই কর্পোরেট থ্রিলার ছবিটি পরিচালনা করেছেন পরিচালক অরফিউস মুখোটি। ট্রেলার-লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা সরকার, জয়দীপ চক্রবর্তী, এসিপি অলোক সান্যাল প্রমুখ তারকারা। দেড়মিনিটের এই ঝলকে দেখা মিলেছে বেশ কয়েকটি চরিত্রের। কর্পোরেট থ্রিলারের সঙ্গে ধীরে ধীরে জড়িয়ে পড়ে এক অনাথাশ্রমও।

জয় সান্যাল (জয়দীপ চক্রবর্তী) নামে এক ব্যবসায়ী, তাঁর শত্রুপক্ষের ষড়যন্ত্রে জড়িয়ে পড়েন একটি হত্যারহস্যের জালে। ঘটে চলে একের পর এক খুনের ঘটনা। আর সেইসঙ্গে তাঁর পরিচয় হতে থাকে নিজের জীবনের অন্ধকারদিকটার সঙ্গে। প্রিয়াঙ্কার চরিত্রটি এই ছবিতে একজন কর্পোরেটে কর্মরতা রহস্যময় মহিলার, নাম নন্দিনী। সুব্রত দত্ত এই ছবিতে ধরা দেবেন মানিক সেন নামে একজন তদন্তকারীর ভূমিকায়। ছবির কাহিনীও লিখেছেন আবু ধাবি-নিবাসী অভিনেতা জয়দীপ চক্রবর্তী। এর আগে একাধিক শর্টফিল্মে ও থিয়েটারে কাজ করেছেন তিনি। তবে ফিচার ফিল্মে ডেবিউ করছেন এই ছবির হাত ধরেই। বাস্তবজীবনের পুলিশ অফিসার, এসিপি অলোক সান্যাল এই ছবিতে থাকছেন নিজেরই চরিত্রে।

ট্রেলার-লঞ্চ অনুষ্ঠানে জয়দীপ বলেন, ‘প্রথম থেকে শেষ দৃশ্য পর্যন্ত, সমস্ত ছবি জুড়েই রয়েছে রহস্য আর কর্পোরেট মনস্তত্ত্বের ওঠাপড়া। আমরা আমাদের অন্তর দিয়ে কাজটা করেছি।’ পরিচালক এই ছবি সম্পর্কে বলেন, ‘এই ছবি অন্যান্য থ্রিলার ছবির থেকে অনেকটাই আলাদা। ক্ষমতার স্বরূপ, উচ্চাকাঙ্ক্ষা, বিশ্বাসঘাতকতার একেবারে গভীরে পৌঁছেছে এই ছবির গল্প। ছবিতে দর্শকেরা যে গল্প দেখতে পাবেন, ট্রেলারটা তারই একটা ঝলক।’

UAE-র সাবিত্রী প্রোডাকশনস প্রযোজিত এই ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্ব ছিল সৌরভ দে-র হাতে, মিউজিকের দায়িত্ব সামলেছেন কৌশিক ঘোষ। ছবির টাইটেল ট্র্যাক গেয়েছেন ক্যাকটাস ব্যান্ডের অভিজিৎ বর্মন ওরফে পটা। আগামী ২৮শে ফেব্রুয়ারি বড়োপর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।