Dabur Gulabari IGlam: জমজমাট সন্ধ্যায় আইগ্ল্যামের নবম সংস্করণ

গত জানুয়ারি মাসেই দশম বছরে পা দিয়েছে Dabur Gulabari FFACE ক্যালেন্ডার। এবার Dabur Gulabari-র IGlam-এর নবম সংস্করণের অনুষ্ঠান সম্পন্ন হল গতকাল, ২৩শে জুন। কলকাতার রিজেন্টা অর্কোস হোটেলে অনুষ্ঠিত হল IGlam-এর নবম সংস্করণের প্রতিযোগিতা।

তারকাখচিত এই জমজমাট সন্ধ্যায় উপস্থিত ছিলেন মৌবনী সরকার এবং শ্রীমতী বৈশালী ডালমিয়া। সারাদেশের প্রতিযোগী উপস্থিত ছিলেন IGlam-এর এই প্রতিযোগিতায়। এই বছর আয়োজিত হয়েছিল ‘Miss & Mrs. Gulab-Pari Bengal 2024’ এবং ‘IGlam Mr. & Junior Bengal 2024’ ইভেন্ট। অঙ্কিত শর্মা, তপেশ কুমার, সাগর ঝা, জিৎ চক্রবর্তী, শুভদীপ মিত্র, জিৎ জগজিৎ, করুণা চন্ডীরানী, ড. রেণুকুমারী, প্রীত ওয়ালিয়া, প্রীতি জাগওয়ানি, আর্য্যমান রাজ, পদ্মনাভ ব্যানার্জী, আহেলী দাস, কাহিনী ভট্টাচার্য্য, পুতুল ধর, সিদ্ধার্থ সেহাল, মহুয়া রায় দাস এবং কঙ্গনা ত্রিপাঠী উপস্থিত ছিলেন বিচারকের আসনে।

বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে গতকাল সন্ধ্যাতেই। প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপের স্থানে রয়েছেন মূলতানি দেবরায়, প্রথম রানার আপের স্থান দখল করেছেন মৌতৃষা চক্রবর্তী এবং বিজয়ী হয়েছেন মধুস্নাতা গুহ। কামিনী কুমারী, সাবা খান, চান্দু কুমার, অবিনাশ কুমার, সত্যজিৎ হালদার-সহ IGlam টিমের প্রত্যেক সদস্যই এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। IGlam-এর প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর দেবযানী মিত্র বলেন, ‘প্রতিভার কোনো সীমা হয় না। সারা বিশ্বে IGlam অন্তত ১০ মিলিয়ন প্রতিভার যত্ন নিতে চায়।’
বেশ কয়েকজন পার্টনারের সাহচর্যে আরো জমে উঠেছে এই অনুষ্ঠান। অনিতা মহেন্দ্র (সেলুন ও গিফট পার্টনার), লাবণ্য (গিফট পার্টনার), বিধিতা পোদ্দার (স্টাইলিং পার্টনার), ল্যাকমে অ্যাকাডেমি (মেকওভার পার্টনার), শানা’স অ্যাকাডেমি, কৌস্তুভ ব্যানার্জী (ফোটোগ্রাফি পার্টনার), তথাস্তু পাপ্পু (ফোটোগ্রাফি পার্টনার), ম্যাকপ্রো (ফোটোগ্রাফি পার্টনার) রিজেন্টা অর্কোস (ভেন্যু পার্টনার) এবং সাউথ ক্যালকাটা আনন্দ নিকেতন হোম (এনজিও পার্টনার) অনুষ্ঠানটিকে আরো সুন্দর করে তুলতে সাহায্য করেছে।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top