Live Entertainment & Love Lifestyle

Tuesday, April 8, 2025
Tollywood

বড়দিনে মুক্তি পেয়েছে ‘দেবী চৌধুরানী’র প্রি-টিজার, দেখেছেন?

পর্দায় ফুটে উঠছে ‘প্রফুল্ল’র জীবনের বিভিন্ন পর্যায়ের কিছু ঝলক। নেপথ্যে উচ্চাঙ্গসংগীতের স্পর্শ। সেই সুরের মূর্ছনা ভাসিয়ে নিয়ে যাচ্ছে দর্শকদের। গতকাল, বড়দিনে মুক্তি পেয়েছে ‘দেবী চৌধুরানী’র প্রি-টিজার।

সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ক্লাসিক বাংলা উপন্যাস ‘দেবী চৌধুরানী’ নিয়ে কাজ করছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির অফিসিয়াল পোস্টার। এবার মুক্তি পেল তার প্রি-টিজার। ছবি ঘিরে দর্শকদের উত্তেজনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে মাত্র পঞ্চান্নসেকেণ্ডের এই ভিডিও। শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে বিভিন্ন লুকে। মিলেছে সাধারণ গ্রাম্য মেয়ে থেকে দেবী চৌধুরাণী হয়ে ওঠার বিভিন্ন ধাপের ঝলক। দেখা মিলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও (ভবানী পাঠক)।

বিক্রম ঘোষের মিউজিক প্রাণ দিয়েছে এই ভিডিওতে। গোটা ভিডিওর রঙ থেকে কস্টিউম, সবেতে সযত্নে ছড়ানো রয়েছে ‘ভিন্টেজ’ ছোঁয়া। শ্রাবন্তী-প্রসেনজিৎ ছাড়াও ছবিতে দেখা যাবে কিঞ্জল নন্দ (প্রফুল্লর স্বামী ব্রজেশ্বর), সব্যসাচী চক্রবর্তী (জমিদার হরবল্লভ রায়), অর্জুন চক্রবর্তী (রঙ্গরাজ), বিবৃতি চট্টোপাধ্যায় (নিশি), দর্শনা বণিক (সাগরমণি) প্রমুখকে।

ফার্স্টলুক থেকে বিহাইন্ড দ্য সিন, সবেতেই বারবার আলোচনার শীর্ষে আসছে নতুন এই ছবি। জাতীয় পুরস্কারবিজয়ী চলচ্চিত্রনির্মাতা শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবি প্রযোজনা করতে চলেছেন LOK আর্টস কালেকটিভ (ইন্ডিয়া/ইউকে) এর সৌম্যজিৎ মজুমদার। এডিটেড মোশন পিকচার্স (ইউএসএ/ইন্ডিয়া)-এর অপর্ণা এবং অনিরুদ্ধ দাশগুপ্তও রয়েছেন তাঁর সঙ্গে। অফিসিয়ালি ইন্দো-ইউকে সহপ্রযোজনার সূচনা হল এই ছবির হাত ধরেই।

শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘অভিযাত্রিক’ মন কেড়েছিল দর্শকদের। তাঁর এই নতুন ছবি নিয়েও সকলের আশা ক্রমবর্ধমান। বঙ্কিমচন্দ্রের কাহিনী অবলম্বনে নির্মিত এই ছবি মুক্তি পাবে আগামী বছরে। জানা গিয়েছে, ২০২৫ সালের ১লা মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দেবী চৌধুরাণী’।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।