Live Entertainment & Love Lifestyle

Tuesday, April 8, 2025
Tollywood

Babli First Song: ফের মিনারের টলি-গানে ‘ডুবে আছে’ শ্রোতারা

বিখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস ‘বাবলি’। আর সেই উপন্যাসের উপর ভিত্তি করেই আসতে চলেছে পরিচালক রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘বাবলি’। পয়লা বৈশাখের শুভক্ষণে মুক্তি পেয়েছিল ছবির টিজার। আজ, ১৫ই জুন মুক্তি পেল সেই ছবির প্রথম গান।

রাজ চক্রবর্তীর এই ছবিতে জুটি বেঁধেছেন শুভশ্রী গাঙ্গুলী এবং আবীর চট্টোপাধ্যায়। প্রায় পৌনে চারমিনিটের এই গানে আবীর-শুভশ্রীর মিষ্টি রসায়ন দেখতে পাবেন দর্শক। দুই প্রাণোচ্ছল তরুণ-তরুণীর চরিত্রে তাঁরা মন কেড়েছেন এই গানে। কখনো শুভশ্রীকে দেখা গিয়েছে খেলার ময়দানে, আবার কখনো ব্যায়াম করতে দেখা গিয়েছে আবীর চট্টোপাধ্যায়কে।

মিনার রহমানের গান বরাবরই বেশ ভালবাসেন দর্শক। এর আগে ‘ফিদা’ ছবিতে বাংলাদেশী এই গায়কের কণ্ঠে ‘একা দিন’ শুনে আক্ষরিক অর্থেই ফিদা হয়েছিলেন সকলে। তবে তখন সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন অরিন্দম। এবার রাজ চক্রবর্তীর ছবিতে তিনি গাইলেন ইন্দ্রদীপ দাশগুপ্তের সঙ্গীত পরিচালনায়। গানটির কথা লিখেছেন সুব্রত বারিষওয়ালা। জন পাল এবং বাচস্পতি চক্রবর্তীর গিটার মিনারের কণ্ঠকে দিয়েছে যোগ্য সঙ্গত।

বুদ্ধদেব গুহর এই উপন্যাসের প্রধান তিন চরিত্র বাবলি, অভি, ঝুমাকে পর্দায় তুলে ধরবেন শুভশ্রী গাঙ্গুলী, আবীর চট্টোপাধ্যায় এবং সৌরসেনী মৈত্র। নিজের মোটা হওয়া নিয়ে সামান্য হীনম্মন্যতা রয়েছে বাবলির। তথাকথিত ‘সুন্দর ফিগার’-এর মেয়েদেরই নায়িকা বানানোর জন্য, সাহিত্যিকদের ওপর রয়েছে অভিমানও।

অন্যদিকে, নায়ক অভির চেহারা কিন্তু একেবারেই উল্টো। টানটান পেশীবহুল চেহারার অভি প্রেমে পড়ে বাবলির। বাবলিরও আপত্তি ছিল না বটে, কিন্তু প্রেম পূর্ণতা পাওয়ার আগেই কোহিমায় চলে যেতে হয় বাবলিকে। আর ঠিক সেই সময়েই আবির্ভাব হয় ঝুমার। ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াবে বাবলি-অভি-ঝুমার রসায়ন?

উপন্যাসের পাতা থেকেই যেন এ ছবিতে পরিচালক তুলে এনেছেন প্রতিটি চরিত্রকে। ‘রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট’ প্রযোজিত এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১৫ই আগস্ট।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।