‘বহু বহু দিন পরে…’ অপেক্ষার অবসান, মুক্তি পেল ‘অথৈ’র প্রথম গান

ভারতীয় প্রেক্ষাপটে শেক্সপিয়রের ক্লাসিক কাহিনী পড়তে, শুনতে বা দেখতে বাঙালী বরাবর ভালবাসে। আর ‘ওথেলো’র মত কাল্ট ক্লাসিক একটি উপন্যাস নিয়ে চলচ্চিত্র তৈরী করছেন অর্ণ মুখোপাধ্যায়, সে তো এতদিনে সকলেরই জানা। বহু অপেক্ষার পরে, আজ শুক্রবার, মুক্তি পেল ছবির প্রথম গান ‘বহু বহু দিন পরে’।

অনির্বাণ ভট্টাচার্য্য যে কেবল একজন অভিনেতা নন, তা তিনি প্রমাণ করেছেন একাধিকবার। কখনো তাঁর গানের গলা ছড়িয়েছে মুগ্ধতা, কখনো পরিচালনার কাজে প্রকাশ পেয়েছে তাঁর দক্ষতা। এবারে সেই তালিকাই লম্বা হল আরো একটু। ‘জিও স্টুডিয়োজ’ এবং ‘SVF’-এর যৌথ উদ্যোগে নির্মিত ‘অথৈ’-এর প্রথম মুক্তিপ্রাপ্ত গান ‘বহু বহু দিন পরে’-র কথা লিখেছেন তিনিই।

দুর্নিবার সাহা ও ঈক্ষিতা মুখার্জীর কণ্ঠ অন্য মাত্রা দিয়েছে এই গানকে। বহুদিন অপেক্ষা করার পরে, ভালবাসা খুঁজে পাওয়ার অনন্য অনুভূতি জড়িয়ে রয়েছে এই গানের পরতে পরতে। গানটির সুরকার অমিত চট্টোপাধ্যায়ের উপরেই ভার ছিল সঙ্গীতায়োজনের। গিটার, সারেঙ্গি, বাঁশি এবং সানাইয়ের দুর্দান্ত মেলবন্ধনে আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠেছে ‘বহু বহু দিন পরে’।

আনুমানিক ১৬০৩ সালে লেখা একটা নাটক, অথচ অদ্ভুতভাবে সমান প্রাসঙ্গিক আজও। ওথেলো, ডেসডিমোনা এবং ইয়াগোর চরিত্র তিনটিকে কেন্দ্র করে আবর্তিত এই নাটক। ওথেলো-ডেসডিমোনার অসম প্রেমকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল ঈর্ষান্বিত ইয়াগো। এই নাটকটিকে নিয়েই ভারতীয় প্রেক্ষাপটে বেশ কিছু বছর আগে একটি বাংলা নাটক প্রযোজনা করেছিল ‘নটধা’ নাট্যদল। নাম ছিল ‘অথৈ’।

বহুচর্চিত এবং বহুল প্রশংসিত সেই ‘অথৈ’-ই এবার আসছে বড়পর্দায়। ছবিতে ড. অথৈ লোধার (ওথেলো) চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অর্ণ মুখোপাধ্যায়। ডেসডিমোনার বাংলায় রূপান্তরিত নাম দিয়ামোনা, এবং ইয়াগোর চরিত্রটির নাম ছবিতে রাখা হয়েছে গোগো। দিয়ামোনার চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলবেন অভিনেত্রী সোহিনী সরকার। গোগোর চরিত্রে দেখা যাবে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্যকে। তাছাড়া ছবির সৃজনশীল পরিচালকের দায়িত্বও পালন করছেন অনির্বাণ।

অর্ণ, সোহিনী, অনির্বাণ ছাড়াও এই ছবিতে দেখা মিলবে দিতিপ্রিয়া রায়, অর্পণ ঘোষাল, কৌশিক বন্দ্যোপাধ্যায়, মিমি দত্ত, সুমিত পাঁজার। শেক্সপীয়রের লেখার মূলভাবটা রাখার সঙ্গে সঙ্গে সাম্প্রতিককালের কিছু বিষয় যোগও করেছেন নির্মাতারা। ভালবাসা, প্ররোচনা, সন্দেহ, বিশ্বাসঘাতকতা – সব মিলিয়ে তৈরী হয়েছে ‘অথৈ’। মঞ্চে এই নাটক অনেকেই দেখেছেন একাধিকবার। রুপোলী পর্দায় এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১৪ই জুন।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top