সুপারস্টারের মাস্টারস্ট্রোক, ‘খাদান’-এর প্রোমোশনে ঝুলন-সৌরভ
‘খাদান’-এর হাত ধরে বহুদিন পর বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ফিরছে একটি দুর্ধর্ষ বাণিজ্যিক ছবি। তাই সেই ছবি নিয়ে উত্তেজনা যে চরমে থাকবে, সে আর আশ্চর্য কী! ভক্তদের উত্তেজনার পারদ আরো একটু চড়িয়ে এবার টিম–‘খাদান’ করল এক অভূতপূর্ব কাজ। সঙ্গে যোগ দিলেন বাংলার ক্রীড়াজগতের দুই আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামী।
নিজের প্রযোজনা সংস্থা শুরু করার পর থেকেই বাংলা ছবির প্রচারের ক্ষেত্রে একটু অন্যরাস্তায় হেঁটেছেন সুপারস্টার দেব। তৈরী করেছেন একের পর এক দৃষ্টান্ত। ‘খাদান’-এর ক্ষেত্রেও তার অন্যথা হল না। দৈনন্দিন জীবনের ইলেকট্রিক বিল থেকে শুরু করে বাঙালির ভালবাসার খেলার মাঠ, ‘খাদান’-এর প্রচারে অংশ নিয়েছে সবকিছুই। এবার ছবির প্রচার করতে ময়দানে পা রাখলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামী। ছবি মুক্তির আগে, দেব-যীশুরা মাঠে নামলেন ঝুলন এবং সৌরভের সঙ্গে। খেলার মাঠে দাঁড়িয়ে হাত মেলালেন বাঙালির চার প্রিয় তারকা। উঠল ছবিও।
‘খাদান’-এর প্রচারের এই ‘আউট অফ দ্য বক্স’ ভাবনায় মুগ্ধ নেটপাড়া। অনেকেই বলছেন, প্রচার কীভাবে করতে হয়, তা শেখা উচিৎ সুপারস্টার দেবের থেকেই। খেলার ময়দানে প্রচারের এই ‘স্টান্ট’ ঘায়েল করেছে ক্রীড়াপ্রেমীদের। ছবির গান, টিজার, প্রি-ট্রেলার দেখে আগেই মন মজেছিল ভক্তদের। ফের একবার তাঁদের মন জিতে নিলেন দেব।
মাত্র তিনদিন পরেই, আগামী ২০শে ডিসেম্বর, প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি। তবে ট্রেলার মুক্তি পায়নি এখনো। সকলেই রুদ্ধশ্বাসে অপেক্ষা করছেন ‘খাদান’-এর ট্রেলারের। তবে ট্রেলার-মুক্তির এই বিলম্ব নিছক প্রযুক্তিগত সমস্যা নাকি প্রচারের নতুন কৌশল, সে বিষয়ে কিন্তু সন্দেহের অবকাশ রয়েছে যথেষ্টই। তবে ছবির এক অভিনেতা তাঁর সামাজিক মাধ্যমে জানিয়েছেন, আগামীকাল মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার।
সুজিত দত্ত পরিচালিত এই ছবি আসছে ‘Dev Entertainment Ventures’ এবং ‘Surinder Films’-এর যৌথ প্রযোজনায়। মূলতঃ কয়লাখনি অঞ্চলের সামাজিক, রাজনৈতিক জীবনের প্রেক্ষাপটেই দাঁড়িয়ে রয়েছে এ ছবি। শ্যাম মাহাতো (দেব) আর মোহন দাসের (যীশু) বন্ধুত্বের গল্পও বলবে এ ছবি। যীশু সেনগুপ্তের বিপরীতে অভিনয় করবেন স্নেহা বসু। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ইধিকা পাল, বরখা বিশ্ত, অনির্বাণ চক্রবর্তী, জন ভট্টাচার্য্য এবং পার্থসারথি। ছবির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন বিশ্বরূপ বিশ্বাস এবং পরিচালক সুজিত দত্ত স্বয়ং।